Press "Enter" to skip to content

মণিপুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেল সাহিত্য একাডেমি….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ইম্ফল, ২৯ এপ্রিল, ২০২৪। গত  ২৭ এপ্রিল শনিবার  ইম্ফলে আয়োজিত মণিপুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদানের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে, কে.এইচ. প্রকাশ সিংহের ওপর নির্মিত সাহিত্য আকাদেমির তথ্যচিত্রের জন্য অকাডেমির সচিব ড. কে. শ্রীনিবাসরাও-এর হাতে পুরস্কার তুলে দেন মণিপুরের মাননীয়া রাজ্যপাল শ্রীমতি অনুসূয়া উকি। “শ্রেষ্ঠ জীবনীমূলক/শিল্প ও সংস্কৃতিমূলক চলচ্চিত্র” বিভাগের অধীনে এই পুরস্কার পায় সাহিত্য একাডেমি। পুরস্কার প্রদান অধিবেশনের মুখ্য অতিথি ছিলেন মণিপুরের মাননীয়া রাজ্যপাল শ্রীমতি অনুসূয়া উকি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর সরকারের মুখ্য সচিব আই. এ. এস. ড. বিনীত যোশী। এ ছাড়াও ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মণিপুরি লেখক কে.এইচ. প্রকাশ সিংহ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাহিত্য একাডেমির পুরস্কারজয়ী এই তথ্যচিত্রটির নির্দেশক ছিলেন বিশিষ্ট মণিপুরি চলচ্চিত্র নির্দেশক, পণ্ডিত এবং লেখক শ্রী অরিবাম শ্যাম শর্মাকে নির্দেশনার জন্য “শ্রেষ্ঠ নির্দেশক” এবং শ্রীমতি চংথাম কমলাকে “শ্রেষ্ঠ ভয়েস ওভার” এর জন্য পুরস্কৃত করা হয়। সাহিত্য অকাডেমি নিজেদের আর্কাইভ প্রজেক্টর অধীনে বিশিষ্ট ভারতীয় লেখক, কবি এবং পন্ডিতদের ওপরে এ জাতীয় চলচ্চিত্র নির্মাণ করে থাকে এবং আজ অবধি সমস্ত ভারতীয় ভাষার বিখ্যাত এবং শ্রেষ্ঠ লেখকদের ওপরে এ জাতীয় ১৭২টি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তবে এই প্রথম সাহিত্যিকদের ওপরে নির্মিত তার তথ্যচিত্রের জন্য কোনো রাজ্যস্তরের পুরস্কার অর্জন করল সাহিত্য একাডেমি।

More from BooksMore posts in Books »
More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *