গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ এপ্রিল,২০২৪। গত ২৭ এপ্রিল শনিবার কলকাতা প্রেস ক্লাবে Shutter Rhythm সংস্থার আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ও বাঙালি নারীদের বারো মাসের ১২ পাতার ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ হলো। এই ক্যালেন্ডারটি ঝা চকচকে আর্ট পেপার এ ছাপা। দুই মডেল কন্যা সোনালী সেনগুপ্ত ও শুভ্রা মন্ডল এর ছবি এই ক্যালেন্ডারে স্থান পেয়েছে।
সোনালীর ছবি সম্বলিত নয় মাসের নয়টি পাতা আছে এবং শুভ্রার ছবি সম্বলিত তিনটি মাসের তিনটি পাতা আছে। এই ক্যালেন্ডারের মেকআপ ও কোঅর্ডিনেটর সোমা সাহা। বাংলা ১২ মাস হিসেবে শাড়ি গহনা এবং সাজগোজ এর বাহার দেখা যাবে।ছাপা অত্যন্ত সুন্দর। আশাকরা যায় ক্যালেন্ডারটি সকলের ভালো লাগবে। এই ক্যালেন্ডার এ বারো মাসে তেরো পার্বনের ফিরিস্তি যেমন দেওয়া আছে সেইসাথে আছে ইংরেজি বর্ষের ক্যালেন্ডার।
ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী মুখার্জী, পুতুল সাহা এবং পিনাকী ঘোষ সহ মডেল কন্যারা। সংস্থার পক্ষ থেকে পিনাকী ঘোষ এবং সোনালী মন্ডল উপস্থিত সাংবাদিকদের জানান তাদের উদ্দেশ্য আগামীদিনে মডেলিং শর্টফিল্ম টেলিফিল্ম সহ বড় পর্দায় প্রবেশের ইচ্ছে আছে। যাতে নতুন ছেলে মেয়েরা বিনা ঝঞ্ঝাট এ কাজের সুযোগ পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। বারো পাতার বাংলা মাসের ক্যালেন্ডারটি তার ই শুভারম্ভ বলা যেতে পারে।
Be First to Comment