নিজস্ব প্রতিবেদক : নিউটাউন, ১৫ জানুয়ারি, ২০২৪।গত ১১ই জানুয়ারি রাজারহাট নিউটাউনের মাল্ট রেস্তোরায় হয়ে গেল দা ক্যাপচার কোম্পানির চারটে গানের ডান্সের রিল শ্যুট। নতুন
আইটেম ড্যান্সার সঙ্গীতা হালদার কে নিয়ে এদিন মোট চারটে গানের ডান্সের রিলস শ্যুট করা হয়।
পুরানো গানের উপরে ভিত্তি করেই এই রিলস শ্যুট করা হয়।
বলিউডের হট অ্যান্ড বোল্ড অভিনেত্রীরাই আইটেম গানের সাফল্য ও ট্রেন্ডের পিছনে বড় কারণ। অভিনেত্রী হেলেন থেকে শুরু করে নোরা ফাতেহি , সানি লিওন কিংবা মালাইকা অরোরা এই সব বিখ্যাত নৃত্যশিল্পীদের অনুসরণ করে আইটেম ডান্সে নিজের কেরিয়ার তৈরী করতে চাইছেন বাঙালী নৃত্যশিল্পী এবং মডেল সংগীতা হালদার। এই উপলক্ষে তার ফটো শ্যুট সারলেন তিনি। দ্যা ক্যাপচারের ব্যানারে এই ফটো এর আয়োজন করা হয়। ক্যামেরার সামনে লাস্যময়ী হয়ে ধরা দিলেন এই বাঙালী মডেল নৃত্যশিল্পী।
DOP আর্য বলেন দা ক্যাপচার কোম্পানির কর্ণধর অমল দাস এর সাথে তাদের পুরো টিম কাজ করে খুবই খুশি। এবং তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন ডিজাইনার সৌম, মেকআপ আর্টিস্ট কাজু গুহ সহ আরো অনেকে।
Be First to Comment