বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৩ জুলাই, ২০২৪। র্যাগিং একদিন কেড়ে নিয়েছিল সদ্য বি.টেক-এ ভর্তি হওয়া সৌরদীপ চৌধুরীর প্রাণ। তাঁর মৃত্যুতে গর্জে উঠেছিল লেখিকা অর্পিতা সরকারের কলম। আর সেই অর্পিতার হাতেই উদ্বোধন হল সৌরদীপের মায়ের লেখা বই ‘ছোটো-ছুটকির কেরামতি’, যার মাধ্যমে ছেলের জীবনদীপ চির প্রজ্জলিত রাখতে চান একমাত্র সন্তানকে হারানো সুদীপা চৌধুরী।
কলকাতা প্রেস বুকস থেকে প্রকাশিত হল সুদীপা চৌধুরীর লেখা বই ‘ছোটো-ছুটকির কেরামতি’।
পরে হাইকোর্টে তার নিজের চেম্বারে বইটি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সুদীপা চৌধুরীর লেখা দুটি বই ইতিমধ্যেই পাঠকদের মন জয় করেছে। এশিয়ান প্রেস প্রকাশনী থেকে প্রকাশিত “আমার দীপের আলোয় মালায় গাঁথা/ কিছু কথা কিছু ব্যাথা” এবং বার্তা প্রকাশন থেকে প্রকাশিত “একলা মা” বই দুটি জনপ্রিয় হয়েছে।
২০২৩ সালের ২৪ জুলাই, বর্ষণমুখর এক বিকেলে একমাত্র সন্তান সৌরদীপকে হারিয়েছেন সুদীপা চৌধুরী। উচ্চমাধ্যমিক পাশ করে বিজয়ওয়াড়ায় পড়তে গিয়েছিল সৌরদীপ। তাকে হস্টেলে রেখে বাড়িতে ফেরার দু’দিনের মাথায় র্যাগিংয়ের শিকার হয়ে সৌরদীপের মৃত্যুর খবর পৌঁছায় সৌরদীপের বাবা চিকিৎসক সুদীপ চৌধুরীর কাছে। তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর নিয়ে হইচই হলেও সময়ের সঙ্গে তা স্তিমিত হয়ে গেছে ঠিকই, তবে এই ঘটনা বারে বারে গর্জে উঠেছে অর্পিতা সরকারের কলম। সেই অর্পিতাই প্রকাশ করলেন সুদীপার বই।
সুদীপার পক্ষে একমাত্র সন্তানকে হারানোর যন্ত্রণা কোনওদিনই ভোলা সম্ভব হবে না। আর সেই সন্তানের স্মৃতি বুকে নিয়ে আঁকড়েই তিনি কলম ধরেছেন। লেখালেখিতে তাঁর অভ্যাস আগে থেকেই ছিল। সেই কলম ব্যবহার করেই ছেলেকে মানুষের মনে বাঁচিয়ে রাখতে চান সুদীপা। বই আকারে তাই প্রকাশ করলেন নিজের নানা লেখালিখি। সুদীপা বলেন, তার ছেলের ডাকনাম ছিল ছোটো। তাই বইয়ের নাম দেওয়া হয়েছে ছোটো-ছুটকির কেরামতি”। আদতে ছোটদের নিয়ে লেখা কয়েকটি ছোটো বেলার অভিজ্ঞতা, শিক্ষামূলক ও আনন্দের গল্পের সংকলন। তবে অবশ্য শুধু ছোটরা নয় বড়দের মনের মধ্যেও যে ছোটবেলা বাস করে, এই বই তাঁদেরও ভালো লাগবে বলে আশা লেখিকার। তিনি বলেন, “আমি চাই আগের দুটি বইয়ের মতো এই বইও পাঠকদের ভালো লাগুক। আর চাই আমার কোল যেভাবে খালি হয়েছে, অন্য কোনও মায়ের কোল যেন সেইভাবে কখনও খালি না হয়। সকলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।” বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীও।
লেখিকা অর্পিতা সরকার বলেন, সন্তান হারিয়েও যেভাবে সন্তানকে নিজের লেখনীর মধ্যে বাঁচিয়ে রাখতে চেয়েছেন সুদীপা, সেটি নিঃসন্দেহে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ। আমাদের সকলেরই উচিত সুদীপাকে অনুসরণ করে সমস্ত দুঃখ, যন্ত্রণা ভুলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকা। আর এই ধরনের রাগিংয়ে আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বাবা-মায়ের উচিত ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দেওয়া।
মায়ের কলমে নতুন করে প্রাণ পাচ্ছে র্যাগিংয়ের শিকার সৌরদীপ….।

More from BooksMore posts in Books »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
More from WORLD WIDEMore posts in WORLD WIDE »
- Advertising That Travels: Greenply Launches High-Impact Transit Media Campaign Across India’s Power Cities….
- Global Impressions: 3rd Print Biennale India 2026 Announced….
- Manipal Hospitals in association with CII leads the way in sustainability with the launch of “Plastics Neutral Hospitals” initiative in Kolkata….
- Mental Health Awareness Month Campaign Kicks Off with a Call for Education and Emotional Empowerment….
- APOLLO DIAGNOSTICS REVOLUTIONIZES DIAGNOSTICS WITH DIGI-SMART LAB….
- Samsung Opens Registration for its New Vision AI Televisions in India….
Be First to Comment