অশোক দে –
“মাতান” মেতেছে ওই বছর তিনেক। প্রেমাংশু, প্রভু, তিতাস, অভিষেক, চন্দ্রিকারা চাইছেন বাংলার গুরু পরম্পরা নিখাদ বাউলদের। লক্ষপূরণে এরা তিনটি বিধিকেও বেঁধেছেন। ১। বাউল-ফকিরি গানের মহাজনী পদ অবিকৃত রাখা। ২। সব ধরনের নেশা বর্জন। ৩। প্লাস্টিক পরিহার তথা পরিবেশ রক্ষা করা। “ভালো মন্দের মাঝখানে সহজ রয় অতি গোপনে/মনে মনে নিরঞ্জনে আকর্ষণে মন মজাও…” অর্থাৎ আদি সংস্কৃতি ও ভাবধারা যুগের পর যুগ ধরে সহজ মানুষের আরাধনার মাধ্যমে পরমানন্দের সন্ধান করে চলেছে এবং যারা অজানা সাধনা ও সংগীতের ভিতর এই আদি ধারাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের আঁকড়ে নির্ভেজাল তথা নিঃস্বার্থ আনন্দে মাতাই “মাতান”- এর উদ্দেশ্য। মাধুকরীর পাশাপাশি চাইছেন মনের মানুষের সহযোগিতা। এই ভাবনা নিয়ে এবারও ১৪-১৫ ডিসেম্বর, শনি ও রবিবার বোড়াল পার্লামেন্ট ক্লাব (ব্রহ্মপুর সাউথ এন্ড,কলকাতা ৭০০০৯৬) অঙ্গনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন প্রকৃত বাউল-ফকির শিল্পীরা। দল মত নির্বিশেষে আনন্দ বিতরণই হোক শেষ কথা।
মাধুকরী করে প্রকৃত বাউল-,ফকিরের পাশে ‘মাতান”
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment