অশোক দে –
“মাতান” মেতেছে ওই বছর তিনেক। প্রেমাংশু, প্রভু, তিতাস, অভিষেক, চন্দ্রিকারা চাইছেন বাংলার গুরু পরম্পরা নিখাদ বাউলদের। লক্ষপূরণে এরা তিনটি বিধিকেও বেঁধেছেন। ১। বাউল-ফকিরি গানের মহাজনী পদ অবিকৃত রাখা। ২। সব ধরনের নেশা বর্জন। ৩। প্লাস্টিক পরিহার তথা পরিবেশ রক্ষা করা। “ভালো মন্দের মাঝখানে সহজ রয় অতি গোপনে/মনে মনে নিরঞ্জনে আকর্ষণে মন মজাও…” অর্থাৎ আদি সংস্কৃতি ও ভাবধারা যুগের পর যুগ ধরে সহজ মানুষের আরাধনার মাধ্যমে পরমানন্দের সন্ধান করে চলেছে এবং যারা অজানা সাধনা ও সংগীতের ভিতর এই আদি ধারাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের আঁকড়ে নির্ভেজাল তথা নিঃস্বার্থ আনন্দে মাতাই “মাতান”- এর উদ্দেশ্য। মাধুকরীর পাশাপাশি চাইছেন মনের মানুষের সহযোগিতা। এই ভাবনা নিয়ে এবারও ১৪-১৫ ডিসেম্বর, শনি ও রবিবার বোড়াল পার্লামেন্ট ক্লাব (ব্রহ্মপুর সাউথ এন্ড,কলকাতা ৭০০০৯৬) অঙ্গনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন প্রকৃত বাউল-ফকির শিল্পীরা। দল মত নির্বিশেষে আনন্দ বিতরণই হোক শেষ কথা।
মাধুকরী করে প্রকৃত বাউল-,ফকিরের পাশে ‘মাতান”
More from GeneralMore posts in General »
- Minimally Invasive Robotic Surgery at Narayana Hospital RN Tagore Hospital, Mukundupur, Offers Life-Changing Results for Ureteric Stone Patient….
- H.E. Dr. C.V. Ananda Bose, Hon’ble Governor of West Bengal, Inaugurates the AIU East Zone Vice Chancellors Meet 2024-2025 with JIS University as the Host University….
- আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের সংগে এবার গোবরডাঙ্গা নকসা।
- কলকাতায় আইআইটি – জেইই এবং নিট কোচিংয়ে রাইস বানসাল এর নতুন উদ্যোগ…।
- নিউ দিল্লিতে কর্তব্য পথের নেতাজি মূর্তিতে লেফটেন্যান্ট পিল্লাইয়ের শ্রদ্ধা ও ভারতীয় সেনার সম্মান প্রদর্শন…..।
- এন্টোড কলকাতায় শিশু কিশোরদের শ্রবণ হ্রাস সমস্যার বৃদ্ধি মোকাবিলায় জাতীয় শ্রবণ সপ্তাহের আয়োজন করলো…।
Be First to Comment