গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ আগস্ট ২০২১। আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলেঘাটা সরকার বাজারে অবস্থিত ভগবান শ্রী শ্রী পার্থসারথি মন্দিরে করোনা অতিমারীর কারণে প্রশাসনের অনুমতি না মেলায় ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হচ্ছে না। বন্ধু সাংবাদিকরা অনেকেই আমার কাছে এবং মন্দির কমিটির কাছে জানতে চেয়েছেন বহুবছর ধরে চলে আসা কৃষ্ণ সাজা প্রতিযোগিতা এই বছর আয়োজন করা হবে কি না? গতকাল রাতে সংস্থার সভাপতি স্বপন সরকার জানিয়েছেন গতবছর অর্থাৎ ২০২০ মতো করোনা অতিমারীর কারণে এই বছর অর্থাৎ ২০২১ এ ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দুধের শিশুদের ও ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা হবে। তবে আমাদের এই পার্থসারথি মন্দিরে জন্মাষ্টমীর দিনে যথারীতি পূজাঅর্চনা ও ভোগ নিবেদন চলবে।
বেলেঘাটা পার্থসারথি মন্দিরে ছোটদের কৃষ্ণসাজা প্রতিযোগিতা হবে না…..।
More from SocialMore posts in Social »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- দেশ বিদেশের ভক্তদের নিয়ে মহাসমারোহে পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উদযাপন….।
- ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ….।
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….






Be First to Comment