গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ আগস্ট ২০২১। আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলেঘাটা সরকার বাজারে অবস্থিত ভগবান শ্রী শ্রী পার্থসারথি মন্দিরে করোনা অতিমারীর কারণে প্রশাসনের অনুমতি না মেলায় ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হচ্ছে না। বন্ধু সাংবাদিকরা অনেকেই আমার কাছে এবং মন্দির কমিটির কাছে জানতে চেয়েছেন বহুবছর ধরে চলে আসা কৃষ্ণ সাজা প্রতিযোগিতা এই বছর আয়োজন করা হবে কি না? গতকাল রাতে সংস্থার সভাপতি স্বপন সরকার জানিয়েছেন গতবছর অর্থাৎ ২০২০ মতো করোনা অতিমারীর কারণে এই বছর অর্থাৎ ২০২১ এ ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দুধের শিশুদের ও ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজন করা হবে। তবে আমাদের এই পার্থসারথি মন্দিরে জন্মাষ্টমীর দিনে যথারীতি পূজাঅর্চনা ও ভোগ নিবেদন চলবে।
বেলেঘাটা পার্থসারথি মন্দিরে ছোটদের কৃষ্ণসাজা প্রতিযোগিতা হবে না…..।
More from SocialMore posts in Social »
- গ্রামীন মানুষদের স্বনির্ভর করে তুলতে টেলারিং মেশিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ….।
- Sarbani Welfare Foundation unveils in Kolkata with a grand inauguration ceremony….
- অসমের বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘ আশ্রমের…।
- Manipal Hospitals and KMC Ward 109 Mark World Environment Day with Green Warriors….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন…।
Be First to Comment