বাবলু ভট্টাচার্য: ঢাকা, প্রবল ঘূর্ণিঝড়। নাম ‘আমফান’। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী এই ঝড় বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মাঝখান দিয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। ভারতের কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের মতে, ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এই ঝড় ধেয়ে আসতে পারে। তবে গতিবেগ ১৫৫ কিলোমিটার বা তার বেশিও হতে পারে। মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে থাকবে ঝড়। একই অবস্থা হতে পারে বাংলাদেশেও। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে ইতিমধ্যে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান ‘আমফান’ নিয়ে জানিয়েছেন, যদি ঘূর্ণিঝড় তার বর্তমান পথে থাকে তা হলে ১৯ মে নাগাদ তা বাংলাদেশে আঘাত করতে পারে। বাংলাদেশে তাই সাইক্লোন সেন্টার চালু করা হয়েছে। সেখানে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকতে হবে। ত্রাণকেন্দ্রগুলিতে শুকনো খাবার রাখা হচ্ছে। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করারও চেষ্টা চলছে।
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’…….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment