গোপাল দেবনাথ: কলকাতা,৭ই জানুয়ারি২০২০, আজ কলকাতায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনে এবিভিপির রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার রীতিমতো জোরালো অভিযোগের সুরে জানালেন যে, জেএনইউ এর সমস্ত রকম গন্ডগোলের জন্য দায়ী বাম ছাত্র ছাত্রীরা। এরা নিজেরাই মুখোশধারী দুষ্কৃতী সেজে গন্ডগোল করেছে। আর সেই গন্ডগোলের দায় এবিভিপির ওপর চাপিয়ে দিতে চাইছে। সেই মুখোশধারী বামেদের চিহ্নিত করতে মঙ্গলবার সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হল। আমরা এই ঘটনার তদন্ত চাইছি। ‘ আমরা নিশ্চিত জেএনইউ হামলার মুখোশধারীরা বামছাত্ররাই। কিন্তু সেই মুখোশধারী বামেরা কারা তা চিহ্নিত করা প্রয়োজন। আর সেই জন্য কেন্দ্রীয় সরকার অথবা সুপ্রিম কোর্টের তরফে তদন্তের দাবি জানাচ্ছি আমরা।
জেএনইউ কাণ্ডে মুখোশধারী দুষ্কৃতীরা সকলেই বাম ছাত্র-ছাত্রী..
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment