———-করোনার দিনগুলিতে প্রেম নয়———–
বাবলু ভট্টাচার্য: ঢাকা, প্রেম ও মিলনেও বাধ সেধেছে করোনা ভাইরাস। গবেষকরা ভ্রু-কুঁচকে তাকাচ্ছেন মানুষের যৌন জীবনের দিকেও। তারা বলছেন, যদিও করোনা ভাইরাস যৌন মিলনের মাধ্যমে ছড়ায় না, কিন্তু যৌন সম্পর্ক স্থাপনের সময় নারী ও পুরুষ একে অপরের খুব কাছে চলে যায়। এক্ষেত্রে দু’জনের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের জীবাণূ থাকলে তা খুব সহজেই অন্যের শরীরে প্রবেশ করতে পারে। তাই এই করোনা অসুখের যুগে গবেষকরা লাল সংকেত দেখাচ্ছেন যৌন মিলনকেও। ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুনির বলছেন, যৌন মিলনের সময় চুম্বনের মাধ্যমে এই রোগটি একজনের দেহ থেকে অন্যের দেহে ছড়াতে পারে। তবে কেউ চুম্বন না-করলেও এই রোগ তার অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে সঙ্গী অথবা সঙ্গিনীর দেহে প্রবেশ করতে পারে।
গবেষকরা প্রেমিক যুগলের দেখা করা এবং একান্তে সময় কাটানোর বিষয়টাকে এখন বিপজ্জনক বলে মনে করছেন। কারণ এ সময়ে দু’জন নারী-পুরুষ বেশ অনেকটা সময় একসঙ্গে থাকেন। তাদের কারো শরীরে যদি করোনা ভাইরাসের জীবাণু সক্রিয় থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় সঙ্গের মানুষটিও তাতে আক্রান্ত হবেন। এক্ষেত্রে জড়িয়ে ধরাকেও বিপজ্জনক বলে মনে করেন ড.মুনির। তিনি বলেন, বেশি সময় ধরে কাউকে আলিঙ্গন করারও বিপদ আছে এই সময়ে।
Be First to Comment