গোপাল দেবনাথ- এই পৃথিবীর যে কোনো আন্দোলনের মুখই হল ছাত্র যুব। যে কোনো আন্দোলনে ছাত্রদের সবসময় সক্রিয় উপস্থিতি চোখে পড়ে, সেটা কলেজ বা উনিভার্সিটি হতে পারে। নাগরিকত্ব ও এনআরসি আইনের প্রতিবাদে ফের পথে নামলো যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। রবিবার ছুটির বেলায় সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার ক্রসিং-এ অবস্থান বিক্ষোভে সামিল হল যুব কংগ্রেস – ছাত্র পরিষদ। সেন্ট্রাল অ্যাভিনিউর মতো ব্যস্ত রস্তায় অবস্থান বিক্ষোভে বসায় ব্যহত হল যান চলাচল।
ধর্মতলা থেকে মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউতে আসে এই মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল আসতেই বিজেপি পার্টি অফিসের সামনে যাতে কোনও রকম সমস্যা বা ঝঞ্ঝাটের সৃষ্টি না হয় সেই কারণে চারটে হিউম্যান চ্যান করে পুলিশ আটকায় যুব কংগ্রেস- ছাত্র পরিষদের মিছিল। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। তারপরেই সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা। আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাবে এবং কোনপ্রকার প্রতিরোধের কাছে মাথা নত করবে না।
এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় যুব কংগ্রেস ও ছাত্রপরিষদ
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment