অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ‘ইস্টার্ন ইন্ডিয়া’ ১৮ শে আগস্ট ১৯০৪ সালে স্থাপিত হয়। পরিচিত ছিল অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নামে। ২০০৪ সালের ২৭ শে আগস্ট অটোমোবাইল অ্যাসোসিয়েশনের ১০০ বছরের পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন তৎকালীন মাননীয় মূখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় পরিবহন ও ক্রীড়ামন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী, মেয়র সুব্রত মুখার্জ্জী, সোমনাথ চট্টপাধ্যায় ও প্রমুখ ব্যাক্তিবর্গ। আগামী ৫ই জানুয়ারি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব গাড়ি প্রেমিকদের জন্য ফিরিয়ে আনতে চলেছে ১৯১৩ সালের পুরানো ভিনটেজ এবং ক্লাসিক গাড়ি, কাজী নজরুল ইসলামের ব্যবহৃত ইংল্যান্ড বেবী অস্টিন টুরার( ১৯৩২) মাউন্ট ব্যান্টেন ব্যবহৃত ফোর্ড V8 (১৯৩৯) গাড়িগুলি থাকছে এই অভিনব র্যালিতে। কাজী নজরুল হরি ঘোষ স্ট্রিট থাকাকালীন এই গাড়ি ব্যবহার করতেন। শুধু তাই নয় জ্যাকিস্রোফ ব্যবহৃত Triumph spit fire (1962) থাকবে ।
এছাড়া থাকবে বাঁদিকে স্টিয়ারিং ওয়ালা Cadillac -1950 সহ Buick(1949), Ford 1932( Deluxe phaeton),various model of Jaguar( 1930), Chevrolet(1947) Vintage classic, Dodge – American kingsway 1950 ( classic/ Vintage), Adller German Car, Various Mercedese 1930. এই খানে মোট ৫০ রকমের সিরিজের গাড়ি থাকবে। ৫ই জানুয়ারী ইস্টার্ন মেট্রোপলিট্রন ক্লাব থেকে শুরু করে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিস হয়ে র্যালি ফিরে যাবে ইস্টার্ন মেট্রোপলিট্রন ক্লাবে। ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব থেকে যাত্রা শুরু হবে সকাল ৮টা ৩০মিনিটে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে, প্রাক্তন মন্ত্রী ও এ এ ই আই এর সভাপতি শ্রী মদন মিত্র, অভিনেতা নীল ও শুভাশিস মুখোপাধ্যায়।
যোগাযোগ ৯৯০৩৫৮৮৯৮৮
এ.এ. ই. আই এর আয়োজনে ৫০ ধরণের বিখ্যাত মানুষদের ভিন্টেজ গাড়ি দেখা যাবে….
More from GeneralMore posts in General »
- Alumni Association of APC Ray Polytechnic celebrates 75th Anniversary (Diamond Jubilee0 of the college along with their 21st Reunion….
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
- CINI, ECHO India, and Kolkata Municipal Corporation Collaborate to Strengthen SSA School Leadership and Empower Educators….
- শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন….।
- দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।
Be First to Comment