অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ‘ইস্টার্ন ইন্ডিয়া’ ১৮ শে আগস্ট ১৯০৪ সালে স্থাপিত হয়। পরিচিত ছিল অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নামে। ২০০৪ সালের ২৭ শে আগস্ট অটোমোবাইল অ্যাসোসিয়েশনের ১০০ বছরের পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন তৎকালীন মাননীয় মূখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় পরিবহন ও ক্রীড়ামন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী, মেয়র সুব্রত মুখার্জ্জী, সোমনাথ চট্টপাধ্যায় ও প্রমুখ ব্যাক্তিবর্গ। আগামী ৫ই জানুয়ারি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব গাড়ি প্রেমিকদের জন্য ফিরিয়ে আনতে চলেছে ১৯১৩ সালের পুরানো ভিনটেজ এবং ক্লাসিক গাড়ি, কাজী নজরুল ইসলামের ব্যবহৃত ইংল্যান্ড বেবী অস্টিন টুরার( ১৯৩২) মাউন্ট ব্যান্টেন ব্যবহৃত ফোর্ড V8 (১৯৩৯) গাড়িগুলি থাকছে এই অভিনব র্যালিতে। কাজী নজরুল হরি ঘোষ স্ট্রিট থাকাকালীন এই গাড়ি ব্যবহার করতেন। শুধু তাই নয় জ্যাকিস্রোফ ব্যবহৃত Triumph spit fire (1962) থাকবে ।
এছাড়া থাকবে বাঁদিকে স্টিয়ারিং ওয়ালা Cadillac -1950 সহ Buick(1949), Ford 1932( Deluxe phaeton),various model of Jaguar( 1930), Chevrolet(1947) Vintage classic, Dodge – American kingsway 1950 ( classic/ Vintage), Adller German Car, Various Mercedese 1930. এই খানে মোট ৫০ রকমের সিরিজের গাড়ি থাকবে। ৫ই জানুয়ারী ইস্টার্ন মেট্রোপলিট্রন ক্লাব থেকে শুরু করে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিস হয়ে র্যালি ফিরে যাবে ইস্টার্ন মেট্রোপলিট্রন ক্লাবে। ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব থেকে যাত্রা শুরু হবে সকাল ৮টা ৩০মিনিটে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে, প্রাক্তন মন্ত্রী ও এ এ ই আই এর সভাপতি শ্রী মদন মিত্র, অভিনেতা নীল ও শুভাশিস মুখোপাধ্যায়।
যোগাযোগ ৯৯০৩৫৮৮৯৮৮
এ.এ. ই. আই এর আয়োজনে ৫০ ধরণের বিখ্যাত মানুষদের ভিন্টেজ গাড়ি দেখা যাবে….
More from GeneralMore posts in General »
- IEMA Unveils Robotic Arm…
- TALK OF EMULATING AN EDUCATIONAL SYSTEM…
- Tata Steel World 25K Kolkata – A World Athletic Gold Label Race is scheduled for Sunday 15th Dec 2024….
- Bridge and Roof : Swachhata Hi Seva-2024….
- Narayana Hospital Barasat saves life via minimally invasive device closure of rare aortic root defect…..
- দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।
Be First to Comment