নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ জানুয়ারি ২০২৪। শেষ পাঁচ বছরে বামেদের তিন নম্বর ব্রিগেড সমাবেশ। গতবার কংগ্রেস, আই এস এফ-এর সঙ্গে এক জোটে ব্রিগেড হলেও এবার একা জমায়েতের পালা। সিপিএমের যুব সংগঠনের ডাকে এবারে ব্রিগেডের সমাবেশ। বারবার ব্রিগেডের ময়দান ভরেছে সিপিএম আর বামেদের ডাকে। গোটা কলকাতা শহরের রাজপথ ঢেকেছে লাল পতাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এই শহরের আকাশ বাতাস। কিন্তু উনিশের লোকসভাই হোক আর একুশের বিধানসভা বামেদের বরাতে জুটেছে গোল্লা। যে বামেরা ২০০৪ সালে লোকসভা ভোটে শুধু এই রাজ্য থেকেই পেয়েছিল ৩৫ টা আসন আজ তাদের ভাঁড়ার শূন্য। কোনও প্রতিনিধিত্ব নেই বিধানসভায়। ২০১১ পরবর্তী সময় থেকেই জারি ক্রমাগত রক্তক্ষরণ। বারবার ঘুরে দাঁড়াতে গিয়েও ব্যর্থ বামেরা। মিটিং -মিছিলের জমায়েতে আর সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে বামেরা আছে কিন্তু নেই ভোটবাক্সে, নেই জনতার রায়ে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন মীনাক্ষীকে প্রজেক্ট করে কি ভোট ভাগ্য ফিরবে বামেদের নাকি ইন্ডিয়া জোটের জটে আবার মুখ থুবড়ে পড়বে ঘুরে দাঁড়ানোর লড়াই! আজও পিছু ছাড়েনি ৩৪ -এর ভূত! আজও রাজ্যের আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়ায় সিঙ্গুর- নন্দীগ্রাম- নেতাই- সুচপুর নামগুলো। ঘুরে বেড়ায় ‘ঐতিহাসিক ভুল’-এর তত্ত্ব। মতাদর্শ আগে নাকি সংসদীয় রাজনীতিতে টিকে থাকা আগে এ প্রশ্নেও আজ রয়েছে ধোঁয়াশা! কিন্তু এই ঘুরে দাঁড়ানোর ব্রিগেডকে সামনে রেখেই জেলায়, জেলায় আর কলকাতার রাজপথে TV9 বাংলা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। এই ব্রিগেড বাংলার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ, তার উত্তরই খোঁজা হয়েছে TV9 বাংলার নতুন নিউজ সিরিজে। দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ ‘বরাত ফিরবে বামেদের?’, ৭ জানুয়ারি, ২০২৪, রবিবার, রাত ১০ টায়।*
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বরাত ফিরবে বামেদের?’৭ জানুয়ারি রবিবার, রাত ১০ টায়….।

More from EntertainmentMore posts in Entertainment »
- Trailer of ‘Mukhoshe Manushe Khela – Dark Mind Games’ Unveiled…..
- Diljit Dosanjh Endorses PM Modi’s Dream of Making India the Epicenter of Global Music and Entertainment at WAVES Summit 2025….
- চিরতরে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুন রায়….।
- জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা….।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?…..
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আমেরিকায় বন্দুকরাজ’…..।
Be First to Comment