নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ মার্চ, ২০২৪। ২৯ ফেব্রুয়ারি। গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। হাজিরও হলেন কোর্টে। সাদা জামা, সাদা প্যান্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল। প্রশ্ন উঠল সেখানেই, পুলিশি হেফাজতে কেউ এতটা পরিপাটি থাকতে পারেন নাকি? শাহজাহান কোথায় লুকিয়ে ছিলেন তাও প্রকাশ করেনি পুলিশ। কোথা থেকে গ্রেফতার করা হল শাহজাহানকে? সেটাও রহস্য। যে রহস্য জমাট বেঁধেছে দিনের পর দিন ধরে। ৫ জানুয়ারি, ইডিকে পেটানোর পর হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন শাহজাহান। পুলিশ কি কিছুই জানতো না কোথায় তিনি? বিরোধী নেতারা, স্থানীয় বাসিন্দারা বারবার দাবি করেছেন তাঁরা শাহজাহানকে দেখতে পাচ্ছেন! শুধু পুলিশই টিকির নাগাল পেল না শেখ শাহজাহানের? কোথায় গোপন আস্তানা গড়ে তুলেছিলেন শাহজাহান? পুলিশি পাহারাতেই কি কেটেছে এই ৫৬ দিন? উত্তম আর শিবু, শাহজাহানের দুই শাগরেদকে পুলিশ গ্রেফতার করেছিল পার্টি মাথার ওপর থেকে হাত তোলার পর। এবারও কি সেই অপেক্ষাতেই ছিল রাজ্য পুলিশ? নাকি কোর্টের স্থগিতাদেশের জন্যই আটকে ছিল শেখ শাহজাহানের গ্রেফতারি? প্রশ্ন অনেক, রহস্যও অনেক। সেই সব রহস্য উদ্ঘাটন করতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কোথায় ছিল শাহজাহান?’। ৩ মার্চ রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কোথায় ছিল শাহজাহান?….

More from InternationalMore posts in International »
- কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় “কুলিশ প্রকাশনী” প্রকাশ করল একশো পাতার নাটক ও কবিতার বই….।
- কানাড়া ব্যাংক বেলেঘাটা শাখার শুভ উদ্বোধনে হাজির একজিকিউটিভ ডিরেক্টর সহ এলাকাবাসী…..।
- কলকাতা বইমেলায় প্রকাশিত হল সৌম্য ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস ‘দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যা’…।
- হৃষিকেশ পার্কের মিলন সমিতির দেবী সরস্বতীর বন্দনা….।
- লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি Nothing (নাথিং) তাদের ফোন (3a) সিরিজ উন্মোচন করবে।
- কলকাতা বইমেলায় নস্টালজিক কল্যাণীর প্রাক্তনীরা….।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?…..
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আমেরিকায় বন্দুকরাজ’…..।
Be First to Comment