নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ জুন ২০২২। : এক সময় প্রকৃতির অধিকাংশ জীবের বেঁচে থাকাটা মানুষের বেঁচে থাকার ওপর নির্ভরশীল ছিল না। বরং মানুষের বেঁচে থাকাটাই ছিল তাদের উপরে নির্ভরশীল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে দীর্ঘ লড়াই লড়তে হয়েছে মানুষকে। তার পর বিশ্ব জুড়ে কর্তৃত্বের জাল বিস্তার করেছে মানুষ। আর অদম্য লোভে নির্বিচারে হত্যা করেছে প্রকৃতিকে। যার নিট ফল, ক্রমেই বিপন্ন হয়ে পড়েছে গাছপালা, পশু-পাখি, নদী-জলাশয়। কিন্তু মানুষ নিজেও যে বিপন্ন হয়ে পড়ছে, সেটাই আমরা বুঝিনি। সাম্প্রতিক অতিমারি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের। মানুষের বিপন্নতার আরও বহু ইঙ্গিত ছড়িয়ে রয়েছে আমাদের চার দিকে। ছড়াচ্ছে রোগভোগ, তপ্ত হচ্ছে পরিবেশ। কারণ, লাগাতার সবুজ হত্যা। কেমন করে নিজের পায়েই কুড়ুল মারছি আমরা? সেই কাহিনিই বন্দি করেছে TV9 বাংলা, তার তথ্যচিত্রে।
যশোর রোড সম্প্রসারণ ও উড়ালপুল তৈরির জন্য কাটা হচ্ছিল প্রাচীন গাছ। দীর্ঘ আন্দোলন, আইনি লড়াইয়ে পর প্রাচীন গাছগুলিকে বাঁচিয়ে কী ভাবে রাস্তা সম্প্রসারণ ও উড়ালপুল করা যায়, সে বিষয়ে বিকল্প পথ খুঁজতে সুপ্রিম কোর্ট পরিবেশবিদদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছে। আবার বিশ্ব উষ্ণায়নের কারণে বাড়ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা। পাগলা হাওয়া আছড়ে পড়ছে আমাদের রাজ্যেও। বারবার ঝড়ে উপড়ে পড়ছে গাছ। এরই মধ্যে এলাকার এক শ্রেণির লোক বলছেন, কেটে ফেলা হোক গাছ। উঠছে উন্নয়নের প্রশ্ন। উন্নয়ন ও সবুজায়ন কি এক সঙ্গে সম্ভব হতে পারে?
অজানা কারণে গাছেদের মৃত্যু হয়েছে হাবড়ায়। কেউ বলছেন, ইচ্ছা করে মেরে ফেলা হচ্ছে গাছ, কারও বক্তব্য, আমপানের পর থেকে এমন পোকা আসছে, তাতেই উপড়ে যাচ্ছে গাছ। প্রশাসন কি এগিয়ে আসবে? নাকি এ ভাবেই ধ্বংস হয়ে যাবে বৃক্ষের সারি?
কলকাতায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে সবুজ। বাড়ছে কংক্রিটের জঙ্গল। ফুটপাথও শান বাঁধানো। উন্নয়ন ও নির্মাণের জোয়ারে কি শহর থেকে চিরকালের মতো হারিয়ে যাবে সবুজ। তার কী প্রভাব পড়ছে শহুরে জীবনে?
উপকূলের প্রহরী ম্যানগ্রোভ। কিন্তু ম্যানগ্রোভ ধ্বংস করেই তৈরি হচ্ছে দেদার মাছের ভেড়ি, চুরি হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবন।
সেই সুন্দরবনের ভবিষ্যৎ কী? তবে এর মধ্যেই বিপর্যয় রুখতে এগিয়ে আসছেন কোনও কোনও মানুষ। সেই রুপোলি-রেখাও ক্যামেরাবন্দি করেছে TV9 বাংলা। এই সব নিয়েই *বিশ্ব পরিবেশ দিবসে TV9 বাংলার নিউজ সিরিজ ‘গাছ-শহীদ’ ।
Be First to Comment