নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ নভেম্বর, ২০২১। কালীপুজো ও দীপাবলিতে ‘প্রাণের আলো’ TV9 বাংলায়। ২৮ অক্টোবর থেকে ‘প্রাণের আলো’ নামে TV9 বাংলায় চলছে নানা অনুষ্ঠান। সব দর্শকের হৃদয়ের গভীরে থাকা ‘প্রাণের আলো’ ছড়িয়ে যাচ্ছে চ্যানেলের পর্দায়।
‘বাংলার সতীপীঠ’ অনুষ্ঠানে উঠে আসছে কালীঘাট মন্দির, বীরভূমের কঙ্কালিতলা মন্দির, জলপাইগুড়ির ভ্রামরী দেবীর মন্দির, মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির-সহ আরও কয়েকটি সতীপীঠ। মোট ৭টি এপিসোডে ধরা হয়েছে ‘বাংলার সতীপীঠ’ অনুষ্ঠান। প্রতিটি এপিসোড ৩০ মিনিটের। রোজ রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখা যাচ্ছে। সম্প্রচারিত হয়েছে ‘মঠের কথা’ ও ‘কলকাতার কালী’ শীর্ষক অনুষ্ঠানও।
আজও কালীপুজো আর পান্নালাল ভট্টাচার্যর গান বাঙালির কাছে সমার্থক। কালীপুজো হচ্ছে অথচ মণ্ডপে এক বার অকালপ্রয়াত শিল্পীর গাওয়া ‘মায়ের পায়ের জবা হয়ে ’বা ‘আমার সাধ না মিটিল ’বাজবে না , এটা অকল্পনীয়। অকালে ঝরে যাওয়া কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্যর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে TV9 বাংলা। TV9 বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছে শিল্পীকে নিয়ে তৈরি প্রথম তথ্যচিত্র– ‘পান্নালাল’।
তাঁর গলার মিঠে সুরে ভক্তিগীতি, স্বল্প জীবন, আচমকা জীবনের মঞ্চ থেকে স্বেচ্ছায় প্রস্থানে আলো ফেলা হয়েছে এই তথ্যচিত্রে। ৪ নভেম্বর, কালীপুজোর দিন দুপুর ২টোয় ফের সম্প্রচারিত হবে তথ্যচিত্রটি। আবার ৪ নভেম্বর, কালীপুজোর সারাদিন চলবে কবীর সুমনের ‘কবীরের কালীগান’ ফিলার। সঙ্গে TV9 বাংলা ডিজিটালে পাওয়া যাবে কবীর সুমনের লেখায় ও সুরে কালীগান। গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়।
Be First to Comment