নিউজ স্টারডম: কলকাতা, ৭ই অক্টোবর২০২১। তাঁদের হাতে ‘বধ’ হয়েছে প্রতিবন্ধকতার অসুর। কারও পায়ের কাছে লুটিয়ে পুরুষতন্ত্র। কেউ পেরিয়েছেন শারীরিক অক্ষমতার সমুদ্র। এঁরাই হয়ে উঠেছেন দুর্জয় শক্তির প্রতীক। তাঁদের শক্তি ও প্রাণোচ্ছলতায় চারপাশে আলোর বেণু। এমন সব চিন্ময়ীর বন্দনা TV9 বাংলায়। নারীশক্তির হাতে বাধা-বিনাশের কাহিনিতে সাজানো TV9 বাংলার ছকভাঙা অর্ঘ্য ‘অন্য দুর্গা’। মোট আটটি এপিসোডে।
নানা বাধার পাহাড় ঠেলে সাধারণ মেয়ের উড়ান এবং বদলের লক্ষ্যে ঝাঁপ দেওয়া কথার কথা নয়। যেন শুভ-অশুভর নিরন্তর সংগ্রাম। রাজ্যের কাঁহা কাঁহা মুলুক ঢুঁড়ে TV9 বাংলা ‘অন্য দুর্গা’ অনুষ্ঠানে তুলে ধরছে সাহসী, বদলের অভিযানে নামা একঝাঁক নারীর কীর্তি। কেউ ছৌ-শিল্পী, কেউ বাউলিনি।
দশহাতে অসুর নিধন করেন দেবীদুর্গা। কিন্তু TV9 বাংলার এক ‘অন্য দুর্গা’র একটিও হাত নেই। পা দিয়েই তিনি রঙিন করে তুলছেন ক্যানভাস, সংগীতের ঝড় তুলছেন যন্ত্রে। আবার প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে এক শবর ছাত্রী আলোয় ভরা আকাশে মেলে ধরেছেন নিজেকে। তাঁর বিচ্ছুরিত আলো প্রত্যন্ত এলাকা, প্রান্তিক জনজাতি পল্লিতে। আর এক পিছিয়ে পড়া শ্রেণির সদস্যা চাষের মাঠে অক্লান্ত খাটনির পাশাপাশি শিল্প-সফরে ব্যস্ত। তাঁর হাত ধরে তৈরি হয়েছে নাচের দল। সেই আনন্দযজ্ঞে সবার আমন্ত্রণ। TV9 বাংলায় প্রকৃত মন্ত্রোচ্চারণ, সত্যিকারের উপচারে ‘অন্য দুর্গা’র আরাধনা। বাজছে অনেক আলোর বেণু। মাতছে রে ভুবন।
অন্য দুর্গা…..।

More from EntertainmentMore posts in Entertainment »
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্রিগেড-জোরে বরাত ফেরে?’ ….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’…..।
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ যাদবপুরে যথেচ্ছাচার!’…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?…..
Be First to Comment