Press "Enter" to skip to content

শিবশক্তি যোগসেবা মিশন ও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের যৌথ উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা….,.

Spread the love

সায়ন দেবনাথ : অদ্যাপীঠ, ২১ জানুয়ারি ২০২৪। শিবশক্তি যোগসেবা মিশন ও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের যৌথ উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ভাইবোনদের নিয়ে সংগীত,আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় আদ্যাপীঠ আশ্রম প্রাঙ্গণে। প্রত্যেক প্রতিবন্ধীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ খাদ্য,শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এছাড়া সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন শিবশক্তি সেবা মিশনের অধ্যক্ষ আচার্য সন্ত শিবানন্দ যোগী। তিনি বলেন শারীরিকভাবে অক্ষম এই প্রতিবন্ধীদের ভিতরের সুপ্ত প্রতিভার অনুসন্ধান করার জন্যই আমার এই প্রচেষ্টা ৷

আগামী দিনে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। এ ছাড়া এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। প্রতিবন্ধী সংস্থা থেকে পাপিয়া কুন্ডু , ডাক্তার তাপস কুমার জানা , সমাজসেবী সুব্রত সাহা ও অন্যান্য বিশিষ্টব্যক্তিবর্গ । আদ্যা মায়ের প্রসাদের সাথে জয়নগরের মোয়া খাওয়ানো হয় প্রতিবন্ধী ভাইবোনদের। মায়ের প্রসাদ গ্রহণ করে তারা সকলে পরিতৃপ্ত হন। মুরাল ভাই উপস্থিত সাংবাদিকদের বলেন আমি নিজের হাতে প্রায় ২০০ প্রতিবন্ধীদের মধ্যে কম্বল ও কিছু শুকনো খাবার দিতে পেরে আমি খুবই আপ্লুত । আদ্যা মায়ের কাছে এদের সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করি।

তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.