নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ আগস্ট ২০২৩। পথশিশুদের পাতে পড়ল রুপালি শস্য ইলিশ মাছ। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে গত ২৬ আগস্ট শনিবার কলেজস্কোয়ারে প্রায় ২০০ জন পথশিশু এদিন ইলিশ উৎসবে শামিল হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, তৃণমূল নেত্রী স্মিতা বক্সি, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত, সংগঠনের সম্পাদক অচিন্ত্য কুমার লাহা, সংগঠনের সহ সভাপতি জয় মিত্র।
এদিন মন্ত্রী জানান, রাজ্য সরকারের উদ্যোগে ছোট ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্ষার মরশুমে ইলিশের জোগান বেড়েছে। দাম কিছুটা নাগালের মধ্যেও রয়েছে। একইসঙ্গে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সম্পাদক জানান, কলকাতা পুরসভার ৪০ নং ওয়ার্ডে প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। আগামীদিনে শহরের বিভিন্ন জায়গায় এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক এটা আমরা মন থেকেই চাই। এত দামি ইলিশ মাছ দারিদ্র মানুষের পক্ষে কিনে খাওয়া এক প্রকার অসম্ভব বলা যেতে পারে। আগামীদিনেও আমারা এই ধরণের উদ্যোগে সামিল হবো।
কলেজস্কোয়ারে পথশিশুরা ইলিশ উৎসবে শামিল হলো…।

More from InternationalMore posts in International »
- বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিবস উপলক্ষে মিলন সমিতি(ঋষিকেশ পার্ক )-এর পক্ষ থেকে মাল্যদান ও পুষ্প স্তবক প্রদান…।
- পঞ্চাশের দশকে সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আকাশস্পর্শী ছিলো….।
- স্বাস্থ্য পরিষেবায় ডিসান হাসপাতাল “দ্য হার্ট ক্লাব” চালু করেছে : কার্ডিয়াক স্বাস্থ্যের জন্য একটি বৈপব্লিক উদ্যোগ….।
- Durga Puja: TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে….।
- “এসো মা দুর্গা” ভারতীয় তাঁত ও হস্তশিল্প প্রদর্শনী সহ বিক্রয় শুরু হলো কলকাতায়….।
- কর্ণাটক এর উদিপিতে আস্ত একটা স্কুলকে ট্রেনের আদল দেওয়া তা যেন সকলেরই নজর কেড়েছে…..৷
More from SocialMore posts in Social »
- লিগ খেতাবের দোরগোড়ায় সাদা কালো শিবির….।
- PRSI and CCC Unveils BrandEdge’23 Fostering Inclusivity….
- মীনা দিবসে মীনা-র থেকে শিক্ষালাভ করে আমরা যেন কোন শিশুকেই অবহেলা না করি….৷
- শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা হলো বিদ্যাধরী নদীতে….।
- Curtain Raiser of Hari Om Smiles presents Rubaru 2.0 by Monica Singhal….
- Launch of SOS Community to Stop Online Child Abuse and a special screening of From the Shadows, an award-winning documentary film on Child Trafficking in India at PVR, Juhu….
Be First to Comment