Press "Enter" to skip to content

অল ইন্ডিয়া জেনারেল ইনসিওরেন্স এজেন্টস এসোসিয়েশনের ২য় কলকাতা জেলা সম্মেলন

Spread the love

জয়দেব দেবনাথ – সম্প্রতি অল ইন্ডিয়া জেনারেল ইনসিওরেন্স এজেন্টস এসোসিয়েশন ( AIGIAA ) এর কলকাতা জেলার ২য় সন্মেলন অনুষ্ঠিত হল কলকাতার রামমোহন মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কোম্পানীর প্রতিনিধিরা। আলোচনার বিষয় বস্তু ছিল ৪টি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কোম্পানী গুলির বেসরকারিকরণ। ইতিমধ্যে নিউ ইন্ডিয়ার বেসরকারি করণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর বাকি তিনটি কোম্পানী ন্যাশনাল ইন্সুরেন্স, ওরিয়েন্টাল ও ইউনাইটেড এর সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতীয় জীবন বীমা নিগম ( LIC ) র শেয়ার বিক্রির প্রস্তাব এসেছে। এক কথায় আজ দেশের রাষ্ট্রায়ত্ত বীমা শিল্প ও আমাদের পেশা এক ভয়ংকর সংকটের সম্মুখীন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কোম্পানী গুলি বিগত বছর গুলিতে সাফল্যের মুখ দেখেছে। এই সাফল্যের পিছনে এজেন্ট বন্ধুদের অবদান অনস্বীকার্য, এত সাফল্য অর্জন

সত্ত্বেও সেখানে কমিশনের হার বৃদ্ধি এখনও বকেয়া রয়েছে। বিগত ০৪.০৪.২০১৯ তারিখে IRDA এর সুপারিশ অনুযায়ী কমিশনের হার সংশোধন নিয়ে এক দফা আলোচলা হলেও GIPSA র তরফ থেকে কমিশন বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা শিল্পে অতি দ্রুত কমিশন সংশোধন আমাদের প্রত্যাশা পুরণ করার দাবী জানিয়েছি। প্রবল প্রতিবাদ উপেক্ষা করে পূর্বতন NDA সরকার GIC Re এবং New India Assurance Co.র আংশিক বিলগ্নীকরণের পথ মসৃন করতে তাদের সংযুক্তিকরণ ঘটানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি যে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কোম্পানী গুলিকে সংযুক্ত করে একটি কর্পোরেশন গঠন করার। এতে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা আরও সাফল্যের সঙ্গে প্রতিযোগিতা মোকাবিলা করার পাশাপাশি দেশের আর্থিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমাদের দাবী চারটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা সংস্থারই সংযুক্তিকরণ ঘটাতে হবে এই সরকারকে এবং এর বিলগ্নিকরণের পরিকল্পনা বাতিল করতে হবে। সাধারণ মানুষের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের হারের সাথে সাথে GST র বোঝা কমাতে হবে। আর তা না হলে এই সর্বভারতীয় সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এই সব কথা জানালেন কলকাতা জেলা অলইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপালোক হাজরা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.