Press "Enter" to skip to content

মাঝবয়সীর অল্পবয়সী মেয়েদের প্রতি আকর্ষণ মানেই ভীমরতি ভাবাটাই মধ্যবিত্ত মানসিকতার ফসল…।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ: কলকাতা, ১৩ নভেম্বর ২০২১। শুক্রবার দক্ষিণ কলকাতার সুজাতা সদনে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান পাথফাইন্ডারের উপস্থাপনায় টলিটাউন প্রোডাকশন প্রযোজিত একটি স্বল্প দৈর্ঘ্যের সঙ্গীতধর্মী ছবি মাঝবয়সী প্রদর্শিত হলো এক সাংবাদিক সম্মেলনে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেন শক্তিশালী অভিনেতা ও গায়ক খরাজ মুখোপাধ্যায়। গানটিও তিনিই গেয়েছেন। প্রথাগত গানের তালিম না নিলেও শিল্পীর মুন্সিয়ানা তারিফ করার মতোই। গানটির সুরারোপ করেছেন পাথফাইন্ডার এর প্রাণপুরুষ দেবদত্ত শ্রীমানী। গানটির রচয়িতা উৎপল দাস। চিত্রনাট্য ও সংলাপ অরিজিৎ মুখার্জি ও নির্দেশনা কল্যাণ রায়।

মূলত একটি পোস্ট প্রোডাকশন হাউস এর সৃষ্টির প্রেক্ষিতেই এই মাঝবয়সী ছবির নির্মাণ। অর্থাৎ প্রযুক্তিগত পেশাদারী নির্মাণনৈপুণ্যের নমুনা।
বিষয়বস্তু নির্বাচন, সুর, গায়ক ও অভিনেতা নির্বাচন, প্রয়োগ কৌশল ভালই। কিন্তু বাদ সাধল ছবির ভাবনা। ছবিটি মাঝবয়সীর যৌন আকর্ষণ এক ইতিবাচক দৃষ্টিতে পরিবেশন করে সমাজে বার্তা দেওয়া যেত যাবতীয় ব্যবসায়িক শর্ত পূরণ করেও। কিন্তু চিত্রনাট্যকার অরিজিৎ মুখার্জি তাঁর গোপাল ভাঁড় ইমেজ ছেড়ে বেরোতে না পারার জন্য ছবিটি ভাঁড়ের ভীমরতি হয়ে থেকে গেল।

ভীমরতি শব্দের অর্থ কাণ্ডজ্ঞানহীনতা। বুদ্ধিভ্রংশতা। অপ্রকৃতস্থ আচরণ। মধ্যবিত্ত মানসিকতার সুড়সুড়ি দিয়ে চটজলদি জনপ্রিয়তা আদায়ের নেতিবাচক প্রচেষ্টা। ছবিটা দেখে আম জনতার মনে এমন এক ধারণাকে বদ্ধমূল করে দেওয়ার চেষ্টা, যেখানে মাঝবয়সী মানুষের মনে রোমান্টিকতা মানেই বিকৃতি। চিত্রনাট্যের দাবি মেনে প্রতিভাধর শিল্পী খরাজ মুখার্জির ভাঁড়ামি করা ছাড়া উপায়ও ছিল না। চিত্রনাট্যকারের ভাবনায় ইন্ধন যুগিয়েছে গীতিকারের শব্দ চয়ন ও বপন।

পুরাণ মতে,৭৭ বছর ৭মাস ও ৭দিন বাদে যে রাত্রি আসে তাকে ভীমরতি বলে। তখন থেকে সে যুবকের মত আচরণ করে। যদিও আমরা সাধারণত ৫০ বছর বয়স্ককে মাঝবয়সী বলি। কিন্তু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লায়েড সিস্টেমস অ্যানালাইসিস ও যুক্তরাষ্ট্রের স্টোনিব্রুক ইউনিভার্সিটির গবেষকদের প্রধান সার্গেই শেরকভ বলেছেন, মধ্যবয়স নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ আছে। প্রতিদিন বয়সের গড় বাড়ছে। ফলে যৌবন ও প্রৌঢত্বের মোহনায় পৌঁছে মানবমনের রোমান্টিকতা বাড়াটা সুস্থতারই লক্ষণ। রঙিন জামাকাপড় পরা, নিজেকে আকর্ষণীয় করে রাখা বা কমবয়সী মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করার মধ্যে ইতিবাচক বোধ কাজ করে। মুষ্টিমেয় বিকৃতমনস্কদের সঙ্গে সব মাঝবয়সীদের একাত্ত্বিকরণ একটি পিছিয়ে থাকা সমাজের মধ্যবিত্ত সুলভ আচরণ। বিষয়টিকে ভীমরতি হিসেবে উপস্থাপন মানসিক দৈন্যতারই প্রকাশ ৷

প্রৌঢ় বয়সে কমবয়সী মেয়েদের প্রতি আকর্ষণ বিকেলে ভোরের ফুল। যদি তাই না হয়,তবে ৬৩ বছর বয়সে ৩৪বছর বয়সী ভিক্টোরিয়া ওকাম্পোর প্রতি রবি কবির আকর্ষণ কি ভীমরতি? পাবলো পিকাসোর ৬৪ বছর বয়সে ২১বছর বয়সী ফাঁসোয়া জিলো বা ৭০ বছর বয়সে ফরাসি যুবতী জেনেভিয়েভ লাপর্ত এর সঙ্গে প্রেম কি ভীমরতি? তিন তিনটি বিয়ে ভেঙে যাওয়ার পর ৫৪ বছর বয়সী চার্লি চ্যাপলিনের ১৭বছর বয়সী ওনা ও নিলের সঙ্গে প্রেম কি ভীমরতি? মনে পড়ছে রবিকবির সেই পংক্তি। রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.