নিজস্ব প্রতিনিধি : ইম্ফল, ২৯ এপ্রিল, ২০২৪। গত ২৭ এপ্রিল শনিবার ইম্ফলে আয়োজিত মণিপুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদানের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে, কে.এইচ. প্রকাশ সিংহের ওপর নির্মিত সাহিত্য আকাদেমির তথ্যচিত্রের জন্য অকাডেমির সচিব ড. কে. শ্রীনিবাসরাও-এর হাতে পুরস্কার তুলে দেন মণিপুরের মাননীয়া রাজ্যপাল শ্রীমতি অনুসূয়া উকি। “শ্রেষ্ঠ জীবনীমূলক/শিল্প ও সংস্কৃতিমূলক চলচ্চিত্র” বিভাগের অধীনে এই পুরস্কার পায় সাহিত্য একাডেমি। পুরস্কার প্রদান অধিবেশনের মুখ্য অতিথি ছিলেন মণিপুরের মাননীয়া রাজ্যপাল শ্রীমতি অনুসূয়া উকি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর সরকারের মুখ্য সচিব আই. এ. এস. ড. বিনীত যোশী। এ ছাড়াও ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মণিপুরি লেখক কে.এইচ. প্রকাশ সিংহ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাহিত্য একাডেমির পুরস্কারজয়ী এই তথ্যচিত্রটির নির্দেশক ছিলেন বিশিষ্ট মণিপুরি চলচ্চিত্র নির্দেশক, পণ্ডিত এবং লেখক শ্রী অরিবাম শ্যাম শর্মাকে নির্দেশনার জন্য “শ্রেষ্ঠ নির্দেশক” এবং শ্রীমতি চংথাম কমলাকে “শ্রেষ্ঠ ভয়েস ওভার” এর জন্য পুরস্কৃত করা হয়। সাহিত্য অকাডেমি নিজেদের আর্কাইভ প্রজেক্টর অধীনে বিশিষ্ট ভারতীয় লেখক, কবি এবং পন্ডিতদের ওপরে এ জাতীয় চলচ্চিত্র নির্মাণ করে থাকে এবং আজ অবধি সমস্ত ভারতীয় ভাষার বিখ্যাত এবং শ্রেষ্ঠ লেখকদের ওপরে এ জাতীয় ১৭২টি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তবে এই প্রথম সাহিত্যিকদের ওপরে নির্মিত তার তথ্যচিত্রের জন্য কোনো রাজ্যস্তরের পুরস্কার অর্জন করল সাহিত্য একাডেমি।
মণিপুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেল সাহিত্য একাডেমি….।

More from BooksMore posts in Books »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
More from CultureMore posts in Culture »
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
- পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে দীঘা জগন্নাথধাম মহাযজ্ঞে উপস্থিত থেকে সনাতনের বিজয় ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল হিন্দুমহাসভা….।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
More from EntertainmentMore posts in Entertainment »
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- ” শিব রাত্রি ও কাশীর বিশ্বনাথ “!..
- একুশে ফেব্রুয়ারী….।
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- The Golden tree of Indrajal….
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনাসভা মধুসূদনকে নিয়ে…..।
Be First to Comment