শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৩০ অক্টোবর, ২০২২। গত ২৯ অক্টোবর শনিবার কলকাতার বাগবাজারে গৌড়ীয় মিশনে ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশন্স এসোসিয়েশনস্ ও গৌড়ীয় মিশন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করল সেন্টার ফর ইউনাইটেড নেশন্স পিস্ স্টাডিজ লাইব্রেরী। উদ্বোধন করেন আমেরিকান কনসাল জেনারেল মিলিন্ডা পাভেক,
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিকোলাস লো, নেপালের কনসাল জেনারেল এসহর রাজ পৌদেল, ওয়েবফুনার চেয়ারম্যান সীতারাম শর্মা, গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি শ্রীমদ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, বিশিষ্ট লেখক অশোক ধর ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা।
ভারতে এই প্রথম সব বয়সী পাঠকদের জন্য গ্রন্থাগারে তুলে ধরা হচ্ছে মানবিকতার ক্ষেত্রে ইউনাইটেড নেশন্স এর ভূমিকা সম্পর্কে তথ্যসমৃদ্ধ বই। নিয়মিত বিশেষ অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে ইউনাইটেড নেশন্স এর কর্মযজ্ঞ সম্পর্কেও অবহিত করা হবে। অনুষ্ঠানে ভারতের পূর্বাঞ্চলের অবৈতনিক কনসাল অফ রিপাবলিক অফ বেলারুশ ও ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনস্ এর চেয়ারম্যান সীতারাম শর্মা বলেন, দি সেন্টার অফ ইউনাইটেড নেশন্স পিস্ স্টাডিজ এর লাইব্রেরী ছাত্রদের, স্কলারদের এবং উৎসাহী জনসাধারণকে ইউনাইটেড নেশন্স এর ভূমিকা ও কর্মযজ্ঞ সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে সাহায্য করবে।
তিনি আর একটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, যে ভাবে বিশ্বে দূষণের কারণে তাপমাত্রায় উষ্ণতা বাড়ছে , বিভিন্ন অঞ্চলের মানব সভ্যতায় বিপদ নেমে এসেছে। সেখানে মানুষের নিরাপদ অস্তিত্বের জন্য যে লড়াই ইউনাইটেড নেশন্স করছে, তার তথ্য এই গ্রন্থাগারে সহজেই মানুষ পাবেন এবং বিশ্ব উষ্ণায়নের কুফল সম্পর্কে সচেতন হবেন।
অন্যান্য বক্তারাও বলেন, পরিবেশ দূষণে বিশ্ব উষ্ণায়ন যে হারে বাড়ছে, আগামীদিনে সংযত হয়ে দূষণ রোধে মানুষ যদি সচেতন না হন, তাহলে খাদ্য বিপণন, বাসস্থান , স্বাস্থ্য সহ বেঁচে থাকার প্রয়োজনীয় পরিবেশ মানুষের পক্ষে নেতিবাচক হয়ে উঠবে।
আমাদের সচেতনতাই পারে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে। অনুষ্ঠানে হাজির ছিলেন বহু উৎসাহী সাধারণ মানুষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়ে একটি বই এর আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।
Be First to Comment