Press "Enter" to skip to content

প্রেসক্লাবে প্রকাশিত হল তপন কুমার সামন্ত’র লেখা ধানের শীষে স্বপ্ন আছে নতুন ভোরের ….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ অক্টোবর, ২০২৪। ধানের শীষে স্বপ্ন আছে নতুন ভোরের। উপন্যাসটি রচনা করেছেন লেখক শ্রী তপন কুমার সামন্ত। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসা বাংলার সামাজিক পটচিত্রকে তুলে ধরেছেন এই উপন্যাসের মাধ্যমে। ২৯ সেপ্টেম্বর ছিল বিপ্লবী মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। এই দিনে তিনি সহ বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের প্রতি দায়বদ্ধ থেকে মেদিনীপুরে থানা আক্রমণে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে এই উপন্যাস এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন উপন্যাসের লেখক তপন কুমার সামন্ত, জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক শ্যামল চক্রবর্তী, নন্দন পত্রিকার সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী, সমাজকর্মী ও লেখক গৌতম গাঙ্গুলী এবং বিশিষ্ট কবি ও সমাজকর্মী প্রসুন ভৌমিক, শিল্পী সন্দীপ বাউল প্রমুখ।

উল্লেখ্য, তপন বাবুর জন্ম ১৯৫৮ সালে। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী – হরেন্দ্রনাথ সামন্ত। তপন বাবু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শারীরবিদ্যায় স্নাতকোত্তর হয়ে প্রায় ৩৫ বছরের বেশি শিক্ষকতা করেছেন। ২২ বছর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের দায়িত্ব আপন যোগ্যতায় সুনামের সঙ্গে পালন করেছেন মুর্শিদাবাদের অমৃতকুন্ড কৃষ্ণ কামিনী বিদ্যামন্দির, ডোমকল ভবতারণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব মেদিনীপুরের শিমুলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে সাড়ে তিন দশক ধরে যুক্ত তিনি।
লেখার সাথে যুক্ত ছোট বেলা থেকেই। বহু বছর ধরেই সাহিত্য চর্চা করে চলেছেন। একাধিক প্রবন্ধ ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। মূলত বিজ্ঞান নিয়ে বেশি লেখালিখি করেছেন তিনি।
তার এই প্রথম উপন্যাস এর বইটি মোট ২টি খন্ডে রচনা করা হয়েছে। এই উপন্যাসের মধ্য দিয়ে বাংলার ঐতিহাসিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে তুলে ধরেছেন তিনি। ১৯২০ থেকে ১৯৭৭ এ বামপন্থি সরকার গড়ে ওঠার আগে অব্দি সারা বাংলায় বিভিন্ন ধারায় রাজনৈতিক আন্দোলনগুলির সফলতা বিফলতা উঠে এসেছে এই উপন্যাসে। বাংলায় গত শতাব্দীর ৬ এবং ৭ এর দশকের ক্ষুধা ও বামপন্থীদের লড়াই এবং মেদিনীপুর এর সামাজিক ইতিহাসের কথা প্রকাশ পেয়েছে তপন কুমার সামন্তের এই উপন্যাসের বইটিতে।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.