নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ সেপ্টেম্বর ২০২৩।রামের জন্মভূমি অযোধ্যায় প্রতি বছর দশেরার সময় ‘অযোধ্যা কি রামলীলা’ অনুষ্ঠিত। অযোধ্যা কি রামলীলা হল রাম ভক্তদের জন্যে তৈরি বিশ্বের সবচেয়ে বড় রামলীলা। যেটি ইতিমধ্যেই বিশ্বের ২৫ কোটির বেশি মানুষ দেখেছেন গত বছর পর্যন্ত। এই বছর আরো ৫০ কোটি মানুষকে এই অযোধ্যার রামলীলা দেখানোর ব্যাবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অযোধ্যা রামলীলার সভাপতি সুভাষ মালিক (ববি) এবং সাধারণ সম্পাদক শুভম মালিক। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, অন্য বছরের মতো এবছরও দশেরা উপলক্ষে ১৪ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অযোধ্যার নয়াঘাটে এই রামলীলা অনুষ্ঠিত হবে। এবার ৫০ কোটি লোক যাতে এই রামলীলা দেখতে পারেন তার ব্যাবস্থা করা হচ্ছে। মঞ্চে যারা উপস্থিত থাকবেন তারা যেমন দেখতে পারবেন এর পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেলে ও দুরদর্শনে সরাসরি সম্প্রচার হবে।
রামলীলা মঞ্চস্থ করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ১৬০০ ফুটের বেশি এলইডি টিভি ব্যবহার করা হচ্ছে।
অন্য বছরের মতো এবারেও বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মঞ্চস্থ হবে ‘অযোধ্যা কি রামলীলা’।
রামের ভূমিকায় অভিনয় করবেন বিশিষ্ট অভিনেতা রাহুল ভুচার। এছাড়া বেদমতির ভূমিকায় ভাগ্যশ্রী, সীতার চরিত্রে লিলি, রাজা জনকের চরিত্রে গজিন্দর চৌহান, অহি রাবনের চরিত্রে রাজা মুরাদ, বিভীষণের চরিত্রে রাকেশ বেদী, রাবনের চরিত্রে গিরিজা শঙ্কর,
ইন্দ্রর চরিত্রে অনিল ধাওয়ান, হনুমানের চরিত্রে বরুণ সাগর, নারদের চরিত্রে সুনীল পাল, কুম্ভকর্নের চরিত্রে শিব,পরশুরামের চরিত্রে বনওয়ারী লাল ঝোল, রাজা দশরথের চরিত্রে মনোজ বক্সী ও ভরতের চরিত্রে
বেদ সাগর ।
২০২০-তে প্রথমবার এই ‘অযোধ্যা কি রামলীলা’ মঞ্চস্থ হয় বলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে৷ তার পর থেকেই এই ট্র্যাডিশন চলে আসছে।
রামলীলা কমিটির চেয়ারম্যান সুভাষ মালিক (ববি) এবং সাধারণ সম্পাদক শুভম মালিক বলেন,
লোকসভার সাংসদ এবং অযোধ্যার রামলীলার প্রধান পৃষ্ঠপোষক প্রবেশ সাহেব সিং ভার্মার সহায়তায় অযোধ্যার রামলীলা আয়োজন করা হয়। প্রতি বছর আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ পাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি এবং সাংস্কৃতিক মন্ত্রী জয়বীর সিং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
৫০ কোটি মানুষ দেখবেন অযোধ্যার রামলীলা….।

More from CultureMore posts in Culture »
- আদিত্য বিড়লা বাণীভারতী’র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’….
- SBIHM’s 24th Anniversary Gala* _A Dazzling Showcase of Educational Excellence and Artistic Brilliance in the Heart of Kolkata….
- নাবার্ডের উদ্যোগে নিউটাউনে আটদিন ব্যাপী হস্তশিল্প উৎসব….।
- ভারতের ভক্তি আন্দোলন ও হিন্দু – মুসলমান মিলনের অন্যতম পুরোধা ছিলেন ” সন্ত কবীর দাস”…..।
- অষ্টদশ শতক থেকে জগদ্ধাত্রী পুজো পরিচিতি লাভ করে…. ৷
- অ্যাডামাসের শীতকালীন ক্যাম্প : নতুন অভিজ্ঞতা লাভ পড়ুয়াদের….।
More from EntertainmentMore posts in Entertainment »
- Janhvi Kapoor unveils Kalyan Jewellers’ 2 new showrooms in Kolkata at Barrackpore and Barasat…..
- ১৯৬৬ সালে শ্যামল মিত্রের প্রযোজিত ও সুরারোপিত ছবি ‘দেওয়া নেওয়া’-য় ‘গানে ভুবন ভরিয়ে দেব’ সঙ্গীত জগতের অনন্য উপহার…..।
- ভারতীয় ঘরানার সঙ্গে পশ্চিমী পপ জ্যাজকে মিলিয়ে দেওয়ার ধারা ঊষা উত্থুপের কণ্ঠেই প্রথম ধ্বনিত হয়েছিল….।ভারতীয় ঘরানার সঙ্গে পশ্চিমী পপ জ্যাজকে মিলিয়ে দেওয়ার ধারা ঊষা উত্থুপের কণ্ঠেই প্রথম ধ্বনিত হয়েছিল….।
- This Pujo, Aashirvaad lights-up a village with Mothers’ Energy…..
- FITEXPO INDIA 2023 to host India’s largest 3-day sports, fitness, wellness trade Expo in Kolkata….
- ২৬ নং ঝিল রোড অ্যাসোসিয়েশন’-এর আবাসিকবৃন্দ বিজয়া সম্মিলনী উদযাপন করল….।
More from InternationalMore posts in International »
- আদিত্য বিড়লা বাণীভারতী’র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’….
- আইএফজিএল রিফ্র্যাক্টরিজ লিমিটেড ওডিশার কালুঙ্গায় একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্র উন্মোচন করলো….।
- পশ্চিম বঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষাকোষ ৩৪ তম উপবৃত্তি উপস্থাপনা অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের ক্ষমতায়ন করছে….।
- নাবার্ডের উদ্যোগে নিউটাউনে আটদিন ব্যাপী হস্তশিল্প উৎসব….।
- উত্তর কলকাতার দমদম পার্ক ক্রীড়াঙ্গনে দশ দিনব্যাপী দশম দমদম পার্ক প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলা শুরু হলো….।
- ভারতের ভক্তি আন্দোলন ও হিন্দু – মুসলমান মিলনের অন্যতম পুরোধা ছিলেন ” সন্ত কবীর দাস”…..।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- খড়দহ আহিরি নাট্য সংস্থার আয়োজনে অগ্রণী শিশু নাট্যোৎসব….।
- জহরত্নাবলী….। জাদুবিদ্যাকে এখনও ‘রূপকথার এক বিজ্ঞান-ভিত্তিক-মঞ্চরূপ’ ব’লে কেউ বুঝবে না। সবাই কু-সংস্কারবদ্ধ! চেতনাও জাগতে দেরী হবে। কষ্ট পাবি….।
- অজিতেশ বন্দোপাধ্যায় নির্দেশনার পাশাপাশি নাটকের গান তৈরি করা, সে গানের সুর দেওয়া, বিদেশি নাটকের আত্তীকরণ, মৌলিক নাটক লেখেন….।
- অঙ্গন বেলঘরিয়া’র নতুন নাটক ‘মৌন বাঁশরী’…।
- সত্যজিৎ রায় প্রথমে ‘পরশপাথর’ ছবিতে জহর রায় কে ছোট্ট রোল দিয়েছিলেন, পরেশ দত্তের চাকর ভজহরি….।
- উৎপল দত্তকে বিয়ে করার পরে শোভা সেন এর জীবনের মোড় ঘুরে যায়…..।
Be First to Comment