গোপাল দেবনাথ – এই বছর ৫০ তম বর্ষে পর্দাপন করলো ইফি। ৫০তম বর্ষে জায়গা করে নিলো বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’।
‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ ছবির গল্প এক শিল্পীকে কেন্দ্র করে। ছবির গল্প অনুযায়ী একজন শিল্পী শিল্পের মর্যাদার প্রশ্ন তুলে অনশন আন্দোলনে বসেন। তাঁর এক বন্ধুর পরামর্শে সেই অবস্থাতেই দিনের পর দিন অভিনয় দেখাতে থাকেন। দিনের পর দিন না খেয়ে, সেই ক্ষোভকেই নিজের অভিনয়ে কাজ লাগান শিল্পী। সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, অভুক্তদের বিরুদ্ধে,শিল্পের বঞ্চনার বিরুদ্ধে কথা বলেন তিনি অভিনয়ের মাধ্যমে। কিন্তু তারপর কী হয়! এর শেষ কোথায়! সেই উত্তরই দেবে ‘দ্য হাঙ্গার আর্টিস্ট।ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ২৪ নভেম্বর ইফিতে দেখানো হবে ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’।ইফি শুরু হয়েছে গতকাল অর্থাৎ ২০ নভেম্বর থেকে ইফি চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
Be First to Comment