গোপাল দেবনাথ: কলকাতা, ৮ই ফেব্রুয়ারি ২০২০ সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক, এরই মধ্যে চায়নাতে বহু মানুষের মৃত্যু ঘটেছে। আমাদের দেশেও অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।
সাধারণ মানুষও এই ভাইরাসের আতঙ্কে ভুগছেন। আমাদের রাজ্যে কয়েক বছর ধরে মশা বাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বহু মানুষ। এই শহর কলকাতায় ইতিমধ্যে অনেকের মৃত্যু হয়েছে এই ডেঙ্গু রোগে।
ভবিষ্যতে যাতে মশা বাহিত ডেঙ্গু রোগে মৃত্যু না হয় তার জন্য কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য বিভাগ বেলেঘাটা ৩৫নম্বর ওয়ার্ডে এক পদযাত্রার আয়োজন করে।
এই পদযাত্রায় অংশ গ্রহন করে বেলেঘাটার শুড়া কন্যা বিদ্যালয়ের ছাত্রীরা, কমলা বিদ্যামন্দিরের ছাত্রীরা, নারকেল ডাঙ্গা হাইস্কুলের ছাত্র সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও পুরসভার কর্মীবৃন্দ। ছাত্র ছাত্রীদের হাতে ছিল সতর্কতা বাণী সহ প্ল্যাকার্ড।
কয়েকশো ছাত্র ছাত্রী এই প্রচার অভিযানে অংশগ্রহণ করে। কোনও প্লাকার্ডে লেখা ‘কোথাও আবর্জনা ফেলতে দেবেন না’ আবার কোনটায় লেখা ‘সামান্যতম জমা জলেও জন্মায় ডেঙ্গুর মশা’।
কলকাতা পৌরসংস্থা আয়োজিত ডেঙ্গু নিয়ে প্রচার অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেন ৩৫নম্বর ওয়ার্ডের পুরপিতা আশুতোষ দাস।
Be First to Comment