গোপাল দেবনাথ ২৬শে ফেব্রুয়ারী, কলকাতাঃ কেবল টেলিভিশন ইক্যুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাশোসিয়েশন (সিটিএমএ)-র পক্ষ থেকে শ্রী রাজেশ দোশী, শ্রী রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, শ্রী কে কে বিনানি, শ্রী পবন জাজোড়িয়া, শ্রী বিনোদ সঞ্চেতি সহ অন্যান্য সদস্যবৃন্দ ২৩শে ফেব্রুয়ারী শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং মাতৃ মঙ্গল প্রতিষ্ঠান এর হাতে ১ লক্ষ টাকা করে অনুদান তুলে দেন। এই অনুদানের ফলে, সেবাকেন্দ্র গুলিতে বিনামূল্যে পাওয়া যাবে একটি ফ্রী-বেড পরিষেবা। শুধুমাত্র চিকিৎসার ব্যয়বহনে অপারগ রোগীই এই ফ্রী-বেড পরিষেবার আওতাভুক্ত হবেন।
সিটিএমএ’র কোষাধ্যক্ষ শ্রী পবন জাজোড়িয়া জানান, “এটি সিটিএমএ’র বার্ষিক সমাজকল্যানমূলক কর্মসূচীর অন্তর্ভুক্ত”। এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সমস্ত রোগীরা আপৎকালীন অবস্থায় দারিদ্রের কারণে চিকিৎসা করাতে পারেন না তাদের সুবিধার্থে আমাদের এই প্রয়াস, জানালেন সিটিএমএ’র প্রেসিডেন্ট শ্রী রাজেশ দোশী।
শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং মাতৃ মঙ্গল প্রতিষ্ঠান এর হাতে ১ লক্ষ টাকা করে অনুদান তুলে দিলেন (সিটিএমএ)
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment