——আজ ফিফা (F I F A) প্রতিষ্ঠিত দিবস——
বাবলু ভট্টাচার্য: ঢাকা, ফিফা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সারা বিশ্বের ফুটবল মাঠের অসাধারণ সব দৃশ্যাবলী। বিশ্ব ফুটবলের Governing Body ফিফা। Federation International de Football Association . ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের প্যারিসে Rue Saint Honore 229-তে প্রতিষ্ঠিত হয়েছিল ফিফা। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলি– বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং জার্মানি। ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমানে ২১১টি জাতীয় সংস্থা ফিফার সদস্য। ফিফা প্রতি চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপ আয়োজন করে থাকে। এছাড়াও কনফেডারেশন কাপ, পুরুষদের অলিম্পিক ফুটবল, ফিফা অনুর্ধ্ব-১৮ বিশ্বকাপ, ফিফা অনুর্ধ্ব – ২০ বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ফিফা ফুটবল বিশ্বকাপ ফিফার নিয়ন্ত্রণাধীন। ফিফা প্রতিবছর ফুটবলার অফ দি ইয়ার নির্বাচিত করে FIFA Ballon D’or সম্মানে ভূষিত করে ।
Be First to Comment