Press "Enter" to skip to content

হয়েছিল নিঃশব্দে কিছু অঙ্গীকার …. সেই বৃষ্টিস্নাত দিনে !

Spread the love

———————আছি সাথে!——————-
শম্পা দেবনাথ: ভাগলপুর, বিহার।

এই,থাম তো!
দুঃখে যেন একেবারে ডুবে যাচ্ছেন উনি!
ছেলের পোষাচ্ছে না… আলাদা থাকবে!
কি এমন বড়ো ব্যাপার! তুই ই বল…
আরে, ….আমরা তো একসাথে!
মেড ফর ইচ আদার!

আচ্ছা, মনে পড়ে….
কলেজের পর কখোনো হাওড়া ব্রিজ,
কখোনো লেকের ধারে।
কোনো দিন বা ময়দান,
না হলে ধর্মতলার মোড়ে !

উঃ! মুখটা দেখো…. হুঁকোমুখো কোথাকার!

আর সেই অংশুর চা….
আঃ!
পাঁচমাথার মোড়ে অংশুর দোকান… আড্ডা!
কতো দাপিয়ে বেড়িয়েছি শহরটায়…
মনে কর…. মনে কর!
প্রত্যাখ্যান তো দু’ বাড়ি থেকেই হয়েছিলাম !
তবুও তো আজ ৩০বছর ধরে…

এ মা ভ্যাবলা নাকি! কাঁদছে দেখো!
আরে মেয়ে হলেও তো বিয়ের পর চলে যেত!
নাকি? তবে……
তোর চাকরি গেলে আমি তোর পাশে ছিলাম…
আবার
মিসক্যারেজ হবার পর,
আমার হাতদুটো শক্ত করে কে ধরে রেখেছিল….
হুম…?

জীবনের এতোগুলো বসন্ত ….কেটে তো গেল !
সুখে – দুঃখে, ঝড় – ঝাপটায়…
কিছু অপ্রাপ্তি রইল … বয়েই গেল!
দেখলি তো….. সেই দিনগুলোর মতো
শুরু করেছি তুই – তোকারি!
আবেগ প্রবল হলে পরে
অদরকারী কথাও হয় দরকারি!

এই বৃষ্টিধারায়…
চল… ভিজি দুজনায় !
অবাক হোস না বন্ধু….
একই ছাতায় আগের মতো
কাছাকাছি
আছি – আছি
আমি আছি…. !

হয়েছিল নিঃশব্দে কিছু অঙ্গীকার ….
সেই বৃষ্টিস্নাত দিনে !
দুটি মন শুধু
সে গল্প জানে!
আজও তুই প্রিয়তম – প্রাণের সখা
যে পথ রইল পড়ে
ভাবনা নেই প্রিয়
কেটে যাবে তাও দেখো
হাতে হাত ধরে!

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.