গোপাল দেবনাথ – পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অবস্থিত ‘হোলি সারদা মিশন স্কুল’ সাড়ম্বরে অনুষ্ঠিত করল বার্ষিক অনুষ্ঠান। ১৭ নভেম্বর, রবিবার, বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে প্রকাশিত হল বার্ষিক পত্রিকা ‘হোলি লাইট’। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রহড়া রামকৃষ্ণ মিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। এ ছাড়া ‘হোলি লাইট’ পত্রিকাটি প্রকাশ করেন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট ডক্টরেল রিসার্চ ফেলো ড. বিশ্বনাথ পাত্র, রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক প্রীতিশ রঞ্জন কুঙর, কুলটিকরী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অব্ হায়ার স্টাডিজ্-এর সম্পাদক মৃণাল কান্তি বারিক, পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ-এর সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‘রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শনের আলোকে বর্তমান শিক্ষা ব্যবস্থা’ এই বিষয়ে বক্তব্য রাখেন ড.বিবেকানন্দ চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ কেমন শিক্ষা চেয়েছিলেন এ বিষয়ে বক্তব্য রাখেন স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। ঐ দিন শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের পরিচালন সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী দুলাল চন্দ্র কুইতি।











Be First to Comment