সুজিত চট্টোপাধ্যায় –
রিভার্সাল অফ ফরচুন ,দি মিশন, মার্জিন কল, দি লায়ন কিং , দি ম্যান হু নিউ ইনফিনিটি ছবিতে অভিনয়খ্যাত অস্কারবিজয়ী অভিনেতা জেরেমি আয়ান্স ঘুরে গেলেন কলকাতা। উপলক্ষ্য স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ফাউন্ডেশন আয়োজিত সমাজের অবহেলিত শিশু ও সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা। জীবন ও সাফল্যের কি সংজ্ঞা জানতে চায় সাবির, তারক, মিলি ,শিল্পারা শানিত শব্দ প্রয়োগে সহজ সুন্দর ভাষায় প্রতিটি প্রশ্নের উত্তর দেন তিনি। জীবনে তিনি অনুপ্রাণিত হন কার দ্বারা প্রশ্নের জবাবে অভিনেতা জেরেমি উত্তর দেন প্রশ্নকর্তার দিকে তাকিয়ে .আমার অনুপ্রেরণা আপনি, আপনারা সবাই।
শিল্পী বলেন, সাফল্যের স্বপ্ন শুধু দেখলে হবে না , যে কাজে সাফল্য আসতে পারে সেই কাজটাকে ভালোবাসতে হবে। অল্প সময়ে জীবন ছন্দ নিয়ে তাঁর বক্তব্য উপস্থিত সবার হৃদয় জয় করে। এই অনুষ্ঠানের আর এক অতিথি মোরিন ফরেস্ট সংগঠনের অন্যতম কত্রী গীতা ভেঙ্কড কৃষ্ণণের প্রশংসা করে বলেন ,সমাজসেবার কাজে গীতার সহযোগিতা ভোলার নয়।
Be First to Comment