গোপাল দেবনাথ: কলকাতা, ৫ই জানুয়ারি ২০২০, কলকাতার অন্যতম ক্লাব হৃষীকেশ পার্কের মিলন সমিতি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশততম জন্ম বার্ষিকী উপলক্ষে ৫ই জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠান চলবে কলকাতার বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে। আজ প্রথম দিনের বর্ণাঢ্য প্রভাতফেরী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ সেনগুপ্ত, সুবল মিত্র সহ অন্যান্য ১০টি ক্লাব ও ইনস্টিটিউশন। এছাড়াও এই সমিতির সকল সদস্য সহ তাদের পরিবার পরিজন। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই প্রভাতফেরীর উৎকর্ষতা আরও বাড়িয়ে দেয়। প্রথমে বিদ্যাসগার মহাশয় কে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করা হয়। এই শীতেও বহু মানুষের উপস্থিতি তার সাথে ঘোড়ার গাড়ি অন্যান্য সুসজ্জিত ট্যাবলো এলাকার চারিদিক প্রদক্ষিণ করে আবার বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে ফিরে আসে। এই মিলন সমিতি সম্বন্ধে সম্পাদক উমাপতি দত্ত জানালেন আগামীকাল হবে অঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বিশেষ ভাবে সক্ষম ছাত্র-ছাত্রীরা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। প্রবন্ধ, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও বিদ্যাসগার মহাশয় কে শ্রদ্ধা জানাবেন অনুপ কুমার মতিলাল, উপিস্থিত থাকবেন শুভাপ্রসন্ন, শ্রীমতি স্মিতা বক্সী, সাধনা বোস, পার্থ সেনগুপ্ত, দেবব্রত সরকার, গৌতম কুন্ডু, রূপালী চৌধুরী, রামস্বরূপ গঙ্গোপাধ্যায়, তপতী ঘোষ, নিবেদিতা ভঞ্জ, শক্তিপদ বেরা, অলোকেন্দু মুখার্জী, পন্ডিত স্বপন সেন। এছাড়া আগামীকাল সোমবার মিলন সমিতির সদস্যদের বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি একটি গবেষণা মূলক গ্রন্থ প্রকাশ “একলা চলো রে”। এ ছাড়াও “আত্মদানের উৎসধারা”নামে একটি তথ্যচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করা হবে। এতেই শেষ নয়, আরো আছে বিদ্যাসাগর ২০০ ছাত্রবৃত্তি প্রদান । বিদ্যাসাগর ২০০ শিক্ষা ও সেবা সন্মান প্রদান। নির্বাচিত চারটি গ্রন্থাগারকে বই ও তথ্যচিত্রের সিডি প্রদান এবং তথ্যচিত্র প্রদর্শন। তৃতীয় দিনের অনুষ্ঠানে শোনা যাবে বিশিস্ট বক্তাদের আলোচনা সভা। এই সভায় থাকবেন রামকৃষ্ণ ভট্টাচার্য, আশীষ লাহিড়ী, অভ্র ঘোষ, প্রথমা রায় মন্ডল ও ঋতুপর্ণা মুখার্জী। ওই দিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বনফুলের কাহিনী ও বিশ্বজিৎ নায়েকের পরিচালনা ও সম্পাদনায় নাটক ” বিধবা বিবাহ” এই মিলন সমিতি স্থাপিত হয়ে ছিল ব্রিটিশ শাসনকালে ১৯২৮ সালে।
হৃষীকেশ পার্কের মিলন সমিতির আয়োজনে মহা সমারোহে পালিত হচ্ছে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশততম জন্ম বার্ষিকী
More from GeneralMore posts in General »
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
- CINI, ECHO India, and Kolkata Municipal Corporation Collaborate to Strengthen SSA School Leadership and Empower Educators….
- শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন….।
- দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।
- Inauguration of a state-of-the-art gallery on climate change titled “On the Edge?” by Hon’ble Union Minister of Culture & Tourism at Science City, Kolkata….
- গঙ্গাসাগর মেলায় পরিবেশ রক্ষায় প্রশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপ: রক্ষক ফাউন্ডেশনের সঙ্গে ‘গ্রীন গঙ্গাসাগর’ উদ্যোগ….।
Be First to Comment