মোল্লা জসিমউদ্দিন: কলকাতা,২৮শে জানুয়ারি,২০২০ আজ সন্ধেবেলায় কলকাতা বইমেলার শুভ উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচড়া পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের লেখা বই ‘উত্তরণ’ বইটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই আইপিএস অফিসারের ধারাবাহিক রচনা ইতিমধ্যেই এক প্রথম সারির দৈনিক কাগজে প্রতি রবিবার ক্রোড়পত্রে প্রকাশ পায়।
‘উত্তরণ’ বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হল। দেশের বিভিন্ন প্রান্তে এই প্রকাশনার সমস্ত পুস্তক বিপনিতে বই টি পাওয়া যাচ্ছে।
Be First to Comment