Press "Enter" to skip to content

হাম্মা হাম্মা থেকে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ব্যান্ডের গান থেকে লালনের গানে জমে উঠবে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর তৃতীয় সিজন….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : শিলিগুড়ি, ৯ এপ্রিল, ২০২৩। পাহাড়ে গানের আসর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর তৃতীয় সিজন বাংলা নববর্ষের আগে দ্যা ড্রিমার্স এর ফেসবুক পেজে দেখা যাবে আগামী ১৩ এপ্রিল, রাত ৮:৩০টা থেকে। খুকুমণি সিন্দুর ও আলতা নিবেদন করছেন মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি, সহযোগিতায় জে.পি.ট্রাভেলস, অনন্যা পাল, আর্টেজ, কার্পে ডিয়েম।

সেতারে হাম্মা হাম্মার সুর থেকে এস্রাজে রবীন্দ্রনাথের গানের সুর, লালন সাঁই এর গান থেকে বাংলা ব্যান্ডের গান সব নিয়ে এই আসর বসবে উত্তরবঙ্গের ফাগুতে। পাশ দিয়ে বয়ে চলছে পার্বত্য নদী চেল। পিছনে অবস্থান করছে সুবিস্তৃত পাহাড় শৃঙ্গ। কালো পাথর ছড়িয়ে আছে উপত্যকা জুড়ে। এরকমই এক মনোরম পরিবেশে বসছে এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল।

পাহাড়ের সাথে সঙ্গীতের এক সুন্দর প্রাকৃতিক নিবিড় সম্পর্ক । পাখির ডাক, নদীর জলের কুলকুল ধ্বনি, বনে পাতা ঝরার মর্মর শব্দ সবেতেই সুর নিহিত। কথায় আছে সঙ্গীত সর্বত্র বিদ্যমান।

বিগত দুবছরের মতো এবছেরও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। দ্যা ড্রিমার্স এর দশ বছর আগামী ১৩ এপ্রিল, আর সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন দ্যা ড্রিমার্স এর ফেসবুক পেজ থেকে।

এবারের শিল্পীদের মধ্যে সৌভিক মুখোপাধ্যায়, অরিত্র মুখোপাধ্যায়, অম্লান চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, গৌরব হাটুই, অয়ন চক্রবর্তী, সৌরজ্যোতি চ্যাটার্জি, রক্তিম ব্যানার্জি, পলাশ ভট্টাচার্য এর সঙ্গীত পরিবেশন নজর কাড়বে।

সেতার, এস্রাজ, ডারবুকা, গীটার, তবলায় যন্ত্রসংগীত পরিবেশন হোক বা গানে, গানে ওয়ার্ল্ড মিউজিকের উদযাপন জমে উঠবে এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল।

শহরে যখন গরমের পারদ চড়ছে ঠিক তখনই ঘরে বসে পাহাড়ে এরকম একটা সঙ্গীতের আসর উপভোগ করা বেশ ভালো একটা আয়োজন বলা চলে।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.