————————-শ্রদ্ধা অর্ঘ্য———————
অশোক ব্যানার্জী-
আজ পঁচিশে বৈশাখে
পুষ্প, মাল্য, মঙ্গল শাঁখে
স্মরন করি তোমায়
হে বিশ্ব কবি রবীন্দ্রনাথ,
জানাই তোমাকে প্রণিপাত!
আকাশে যেমন সূর্য উদয়ে
পৃথিবী উদ্ভাসিত
তেমনি তোমার পূর্ণ প্রকাশে
বিশ্ব যে আলোকিত!
তোমার সৃষ্ট কাব্য, গানে
জোয়ার এসেছে মানুষের প্রাণে,
অতৃপ্ত হৃদয় যত
এত দিন বুঝি তৃষ্ণার্ত ছিল
চাতক পাখির মতো।
তোমার কাব্য, তোমার গান
মিটিয়ে তৃষ্ণা ভরিয়ে প্রাণ
চেতনা দিয়েছে রাশি,
তোমাকে প্রাণের শ্রদ্ধা জানাই
প্রণিপাত মহাঋষি!
Be First to Comment