সুজিৎ চট্টোপাধ্যায়: কলকাতা,১৫ই জানুয়ারি২০২০ মঙ্গলবার প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন টোব্যাকো ফ্রী বেঙ্গলের তরফ থেকে এক সভা অনুষ্ঠিত হল। এরাজ্যে নিষিদ্ধ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার। কিন্তু প্রশাসনের নজরদারির অভাবে আইনকে অমান্য করছে সবাই। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের জনসংখ্যার শতকরা ৩৩.৫ শতাংশ তামাক ব্যবহার করেন। এদের মধ্যে ধূমপায়ীদের সংখ্যা ২১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে তামাকজাত দ্রব্যের ব্যবহারে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতি। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ড. গৌতম মুখোপাধ্যায় বলেন, সরাসরি তামাকজাত দ্রব্যের ব্যবহারকারীদের যে শারীরিক সমস্যা হয়, পাশাপাশি প্যাসিভ স্মোকিং এ অধূমপায়ীদেরও মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে শিশুদের ফুসফুসের ক্যান্সার বাড়ছে। ক্যান্সার বিশেষজ্ঞ মহম্মদ আরিফ বলেন প্রয়োজন জনসচেতনতা। আইন করে তামাক বর্জন নয়। সংগঠনের পক্ষে ইন্দ্রনীল দাশগুপ্ত বলেন, আমরা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। রাজ্যের স্বাস্থ্যকর্তা এবং তামাক নিয়ন্ত্রণ সেলের নোডাল অফিসার শৈবাল বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।










Be First to Comment