গোপাল দেবনাথ : কলকাতা, ১৮, জানুয়ারি, ২০২৪। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ মহারাজের ১৩১ তম শুভ আবির্ভাব তিথিতে দক্ষিণেশ্বর যোগদা মাঠে সারাদিনব্যপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। ভজন , ধ্যান, সৎসঙ্গ ও নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালিত হল। প্রচুর ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুপুরে প্রসাদ গ্রহণ করেন ৷ স্বামী অচ্যুতানন্দ বলেন এই শুভ দিনে গুরুজীর আশীর্বাদ সকলের মধ্যে ছড়িয়ে যাক এবং সবাই একই সূত্রে বেঁধে গুরুজীর আদর্শ ক্রিয়াযোগ কে অনুসরণ করেন এবং নিজ জীবনে গ্রহন করেন।
শুভেচ্ছা জানান অধ্যক্ষ স্বামী অচ্যুতানন্দ মহারাজ।এছাড়া স্বামী মাধবানন্দ, স্বামী কেদারানন্দ, স্বামী নির্লিপ্ততা নন্দ ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ। গত ১লা জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান সমাপ্তি হল মহা ধুমধামের সাথে।সন্ধ্যার সময় ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আগামী দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে মঠের বিভিন্ন শাখায়।
তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।
Be First to Comment