Press "Enter" to skip to content

স্বভূমিতে – টাইমস লিটারেচার ফেস্টিভ্যাল-২০১৯

Spread the love

গোপাল দেবনাথ – শহর কোলকাতায় সবেমাত্র হালকা শীত অনুভূত হচ্ছে এরই মধ্যে শহর জুড়ে নানা প্রান্তে চলছে উৎসব মেলা, খেলা, কবিতা, নাটক, সংগীত কি নেই এই মহানগরে। এরই মধ্যে পূর্ব কলকাতার স্বভূমিতে অনুষ্ঠিত হল টাইমস লিটারেচার ফেস্টিভ্যাল-২০১৯। এই উৎসবের উল্লেখ যোগ্য বিষয় হল আন্তর্জাতিক, ভারতীয়, বাঙালীর এক মিশেল। এবারের অথিতি বর্গের মধ্যে উপিস্থিত ছিলেন কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বীর সাংভি, রাজদীপ সারদেশাই, শর্বরী আহমেদ, শোভা দে, শংকর, ব্রাত্য বসু, আনন্দ নীলকান্তন, আন্ডু ওটিস, আলেক্স রাদার ফোর্ড। অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষণ দেন এই উৎসবের ডিরেক্টর বিনীতা দাওয়া নাঙ্গিয়া। এই উৎসবের দ্বিতীয় সংস্করণে দেখা গেল বিশিস্ট লেখক, সুবক্তা, বিনোদন জগতের মানুষ, রাজনীতিবিদ সবাই হাজির। অনুষ্ঠান একটু দেরিতে শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত ৩৪ টি অধিবেশন চলেছে। এই সাহিত্য বাসরে ছিল বিতর্ক সভা, বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপা বাসু, শেখর সমাদ্দার, শর্মিষ্ঠা গুপ্ত, সৃজিত মুখার্জী, প্রসেনজিৎ চাটার্জ্জী, কিশোয়ার দেশাই, শার্বরী জোহরা, সুবোধ সরকার, মনোরঞ্জন ব্যাপারী, সুপ্রিয়া নায়ার, এস ভি রমন, রাজেশ কুম্বলে নায়ক, ভি এস রামচন্দ্রন সহ অন্যান্য বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, অভিনেতা, চিত্র পরিচালক, নাট্যকার সহ বিশিষ্টজন। ছোট বড় সকলের প্রিয় লেখক ও বাটুল দি গ্রেট ও হাদা ভোদার সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথের হাতে জীবনকৃতি সন্মান তুলেদেন রাজ্য সভার সাংসদ ও বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর হাতে জীবনকৃতি সন্মান তুলেদেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। এই অনুষ্ঠানে ‘চনডাল জীবনের’নামক বইটির দুই খন্ড প্রকাশিত হয়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.