গোপাল দেবনাথ :কলকাতা, ৭ই জানুয়ারি ২০২০ সোমবার কেবল টি ভি শো ২০২০ -র উদ্বোধন করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন ,কলকাতাকে বিশ্বের এক নম্বর শহর তৈরির প্রচেষ্টা চলছে ,তখন কেবল তারের জঙ্গলে শহর কুৎসিত হয়ে পড়ছে অনুরোধ করছি, অপারেটর ও এমএসও রা ব্যবস্থা নিন, না হলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে। ব্যবসা হারাবেন আপনারা এবং সমস্যায় পড়বেন গ্রাহকেরা। যা অভিপ্রেত নয়। মেয়র আরো বলেন আপনারা এই শহর কে কেবল তারের জঞ্জাল মুক্ত না করলে আগামী বছরের মেলাতে আমন্ত্রণ জানালেও মেলাতে পা রাখবেন না।
এই মেলা তেইশতম বর্ষে পড়ল। সংগঠনের পক্ষে পবন জাজোরিয়া বলেন, রাজ্যে এগারো মিলিয়ন দর্শক কে দশ হাজার অপারেটর পরিষেবা দেন। মেলা তে একশো স্টলে অংশ নিয়েছেন কেবল দুনিয়ার উৎপাদক,ব্যবসায় যুক্ত মানুষ জন। সার্ক জন্তর্ভুক্ত দেশের মানুষজন যোগদান করেছেন এই দিনের মেলায়। আগামীদিনে ডিজিট্যাল যুগে কেবল দুনিয়ার গুরুত্ব বাড়ছে। সংগঠন গ্রাহক ও অপারেটর দের মধ্যে সম্পর্কের সেতু তৈরি তে সাহায্য করবে এই কেবল টিভি শো। মেয়র কে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি রাজেশ জোশি ও সম্পাদক কে কে বিনানি ও সিটি কেবল এর সুরেশ শেঠিয়া। মেলা চলবে আগামী আট জানুয়ারি পর্যন্ত সাইন্স সিটি তে। এই মেলাতে অনেক নতুন প্রযুক্তির সম্ভার পাওয়া যাবে।
সায়েন্স সিটিতে ২৩তম কেবল টিভি শোতে- সার্ক অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিরা
More from GeneralMore posts in General »
- রাজশেখর বসু ছিলেন বিজ্ঞানী। কাজ করেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে বেঙ্গল কেমিক্যালে….।
- Investing in Change: Coca Cola India and DeHaat celebrate the success of Project Unnati -Litchi with farmers in Patna…..
- প্রতিটি সফল নারীর পেছনে হয়তো একজন প্রগতিশীল পুরুষ থাকে…..।
- প্রতিটি সফল নারীর পেছনে হয়তো একজন প্রগতিশীল পুরুষ থাকে…..।
- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেশাল নতুন ডুডল গুগলের….।
- নারীরা সত্যি ভালো নেই। বিশ্ব, সমাজ, যুগ যত তাল মিলিয়ে এগোচ্ছে, ততই এগিয়ে চলার চেষ্টা চালাচ্ছে মেয়েরা…..।
Be First to Comment