গোপাল দেবনাথ – সায়েন্স সিটিতে প্রদীপ প্রজ্জ্বলন করে বিজ্ঞান সমাগমের শুভ সূচনা করেন মিস্টার রণজিৎ কুমার, মিস্টার এ.ডি. চৌধুরী, প্রফেসার আশুতোষ শর্মা, মিস্টার শেখর বাসু, মিস্টার অরুন শ্রীবাস্তব, ডঃ প্রভিন আস্থানা। এই বিজ্ঞান মেলা চলবে আগামী ৩১শে ডিসেম্বর পর্য্যন্ত। দেশ বিদেশের বহু বিজ্ঞানী এই মেগা প্রদর্শণী তে যোগ দিয়েছেন। ইতিমধ্যে এই মেলা মুম্বাই ও বেঙ্গালুরুতে সম্পন্ন হয়েছে। দিল্লী থেকে সায়েন্স সিটির এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও কারিগরি বিভাগের মন্ত্রী শ্রী হর্ষ বর্ধন। দিল্লি থেকে ভিডিও ভাষণের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের শুভ সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন জানালেন বিজ্ঞানের বড় প্রকল্পগুলো নতুন নতুন টেকনোলজির জন্ম দেয়, যা আমাদের দৈনন্দিন জীবনে নানা ভাবে প্রয়োগ করা হয়। কলকাতায় সায়েন্স সিটিতে শুরু হওয়া আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০১৯ উৎসাহি বিজ্ঞান মনস্ক মানুষের নজর কাড়বে উদ্যোক্তারা এই আশা প্রকাশ করেছেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী হর্ষ বর্ধন।
সায়েন্স সিটিতে ‘বিজ্ঞান সমাগম”
More from GeneralMore posts in General »
- 1st National Level CME & Workshop on Soft Tissue Tumours by Association of Bone & Soft Tissue Pathologists (ABSTP), India….
- মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল তুলে ধরল এনজিওর ভূমিকা ক্যান্সার চিকিৎসায় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে….।
- শ্যামা সুন্দরী প্রতিযোগিতা ২০২৪….।
- টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব…..।
- খড়িগাছি ভারত সেবাশ্রম সঙ্ঘের বাৎসরিক মহোৎসব….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রামের যাত্রাশেষ!’…..।
Be First to Comment