Press "Enter" to skip to content

সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌমেন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান….।

Spread the love

জন্মদিনে স্মরণঃ সৌ মে ন্দ্র না থ ঠা কু র

বাবলু ভট্টাচার্য : যদিও সাম্যবাদী ও মানবতাবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে চিরকাল ঠাকুর পরিবারের ব্যতিক্রমী পুরুষ হিসেবে পরিচিত হয়েছেন তিনি। মানবেন্দ্রনাথ রায়ের পরেই আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বাঙালি হিসেবে সৌমেন্দ্রনাথ ঠাকুর সমধিক আলোচিত ব্যক্তিত্ব।

সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌমেন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান। পিতা সুধীন্দ্রনাথ ঠাকুর৷ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি সৌমেন্দ্রনাথ ঠাকুর ৷

সৌমেন্দ্রনাথ ১৯১৭ সালে মিত্র ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯২১ সালে অর্থনীতিতে অনার্স সহ বি এ পাশ করেন। তিনি কল্লোল পত্রিকার নিয়মিত লেখক ছিলেন৷ শান্তিনিকেতনের ছাত্রী, নৃত্যশিল্পী শ্রীমতী হাতি সিংকে বিয়ে করেন৷

পারিবারিক ঐতিহ্য ও চিন্তার বিপ্রতীপে তিনি সাম্যবাদী ভাবধারায় আকৃষ্ট হন। নিখিল ভারত ছাত্র সম্মেলনে যোগ দিতে আমেদাবাদে যান ১৯২১ সালে। কমিউনিস্ট ম্যানিফেস্টো ও রুশ বিপ্লব সম্পর্কিত বইপত্র পাঠ করে ও কাজী নজরুল ইসলাম, মুজফ্‌ফর আহ্‌মেদের সাহচর্যে তিনি কমিউনিজমের দিকে অগ্রসর হন। বাগ্মী হিসেবে তাঁর ভারতজোড়া খ্যাতি ছিল।

তাঁরই কৃত প্রথম কমিউনিস্ট ইস্তেহারের বঙ্গানুবাদ প্রকাশিত হয় কাজী নজরুল সম্পাদিত ‘লাঙল’ পত্রিকায়। শ্রমিক কৃষক দলের দ্বিতীয় সম্মেলনে তিনি অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত হন। তাঁর পিতা দেশের ব্রিটিশ বিরোধী রাজনীতি থেকে দূরে রাখার জন্যে ১৯২৭ সালে ইউরোপে পাঠালে তিনি বিদেশের কমিউনিস্ট বিপ্লবীদের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েন।

১৯২৮ সালে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক কমিউনিস্ট কংগ্রেসে ভারতের প্রতিনিধি হিসেবে মস্কো যান। ১৯৩৭ সালে The Revolutionary Communist Party of India (আর সি পি আই) দল গঠন করেন৷ রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সংগীত চর্চা করে গেছেন আজীবন৷ জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান ও ইংরেজিতে বহু গ্রন্থ অনুবাদ ও রচনা করেছেন৷

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : যাত্রী, বিপ্লবী রাশিয়া, গান্ধী, ত্রয়ী, রবীন্দ্রনাথের গান, কমিউনিজম ও ফ্যাসিজম প্রভৃতি৷

১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

সৌমেন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালের আজকের দিনে (৮ অক্টোবর) কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন ৷

More from BooksMore posts in Books »
More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.