নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ জানুয়ারি, ২০২৫। সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্ট আয়োজন করলো অসচ্ছল পরিবারবর্গ ও শৈশব উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য কম্বল মশারি এবং খাতা ও পেন বিতরণ অনুষ্ঠান। প্রায় আড়াইশোর অধিক সামগ্রিক বিতরণ করা হলো উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। শুধু নিজের এলাকায় নয় দেশ – রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন কি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও এই সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রী ও মানুষের প্রয়োজনীয় সেবামূলক কাজে কাজ করে চলেছে দীর্ঘ সময় জুড়ে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই সংস্থার উজ্জ্বল উপস্থিতি এবং রেসকিউ সেন্টারের সমস্ত কাজকর্মে যোগদান চোখে পড়ার মতো। সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা প্রতিবছরই তাদের এই কাজের প্রসার অত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের জন্য বাড়িয়ে চলেছে।
এই কাজ যে কতটা আনন্দদায়ক সেটাও মনে করিয়ে দিলেন সংস্কার কর্তৃপক্ষেরা। সংস্থার কর্তৃপক্ষরা আরো চান তারা এভাবেই নিয়মের মধ্য দিয়ে তাদের এই কাজকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যতটা সম্ভব করে যাবেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মনোজ ঘোড়াই, সঙ্গীতা চ্যাটার্জী, দীপক রঞ্জন দাস, নীলাঞ্জন দাস, সৌম্যজিৎ ঘোড়াই , গঙ্গাধর ঘোড়াই , দিলীপ শীল, সবিতা চ্যাটার্জী, বিজয় ঘোড়াই, রবি জাসওয়াল , সুদীপ্ত মুখার্জী সহ আরো অনেকে।
ছবি রাজেন বিশ্বাস
Be First to Comment