Press "Enter" to skip to content

শ্রী শ্রী রবিশঙ্করজী র কন্ঠে “ভগবদগীতা” র ১৭ তম অধ্যায় ‘শ্রদ্ধাত্রয় বিভাগ’ বিষয়ে ব্যাখ্যা-

Spread the love

গোপাল দেবনাথ – সারা বিশ্বজুড়ে মারামারি হানাহানি যুদ্ধ বিদ্বেষ কারো মনে শান্তি নেই। মানব জীবনে শান্তির বার্তা নিয়ে মাত্র তিনদিনের জন্য এই পশ্চিমবঙ্গে পদার্পন করবেন শ্রী শ্রী রবিশঙ্করজী। আগামী ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত থাকবেন এই রাজ্যে। ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানব দরদী পরম পথ প্রদর্শক গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজী সাধারণ মানুষের সামনে ভগবাদ গীতার ১৭তম অধ্যায় “শ্রদ্ধাত্রয় বিভাগ” বিষয়ে ব্যাখ্যা করবেন। ভগবদ গীতা সম্বন্ধিত জ্ঞান আজ সর্বস্তরে একটি প্রাসঙ্গিক বিজ্ঞান বলে বিবেচিত। মানুষের অপরিহার্য প্রকৃতি, জীবনের তাৎপর্য, শান্তির মূল, দুঃখ থেকে মুক্তি এবং সর্বোচ্চ সত্যে পৌঁছনোর সব সম্ভাব্য পথের অন্তর্নিহিত জ্ঞান সমৃদ্ধ এই ভগবদগীতা’ র ১৭তম অধ্যায় “শ্রদ্ধাত্রয়” বিভাগ। বর্তমান জগতের প্রেক্ষাপটে সুস্থ সুন্দর জীবন সম্পর্কিত রহস্য উদঘাটন ও যথার্থ উপলদ্ধির স্তরে উন্নীত হওয়ার জন্য এই আনন্দঘন গীতা জ্ঞান। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য কলকাতা প্রেস ক্লাবে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বামী. শ্রদ্ধানন্দজী, সৌমি মিত্র, রুচিরা রায় ও শেখর নাহার। সকলেই এই অনুষ্ঠান সম্পর্কে সবিস্তার আলোচনা করেন। শ্রী শ্রী রবি শঙ্করজী কলকাতা ছাড়াও আসানসোল ও অন্ডালে বিশাল জনসভায় অংশ গ্রহন করবেন। ৩০শে নভেম্বর সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ও বিকেলে ৫টা থেকে ৭টা পর্যন্ত এবং পরের দিন ১লা ডিসেম্বর সকাল ১১টা থেকে ১পর্যন্ত ভগবদ গীতা র ১৭তম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.