শর্মিষ্ঠা বাসু দেবনাথ – পৃথিবীর বহু দেশের সাথে সাথে আমাদের দেশেও বহু রাজ্যে ইতি মধ্যে তুষারপাত শুরু হলেও এই রাজ্যে এখনো শীত জাঁকিয়ে পড়েনি। শীতের মরশুম চলে এসেছে, আর কয়েকদিন পরেই গাছের পাতা ঝরার দিন শুরু হবে। আমাদের শরীরের চামড়ায় টান টান ভাব শুরু হয়ে গেছে। আমাদের এখন থেকেই ত্বকের যত্নের খুব ই প্রয়োজন। এই সব সমস্যার কথা ভেবে আপনাদের সাথে কিছু, খুব সুন্দর ঘরোয়া বিউটি টিপস বলছি যাতে আমাদের সবার স্কিন খুব ভালো থাকবে। আর এটা হচ্ছে উইন্টার সিজিন এর বেস্ট ময়েসচারাইজার… সো গাইস এটা বানানোর জন্য আমাদের নিতে হবে, ২চামচ টক দই, হাফ চামচ হলুদ, যেটা একটু ফ্রাইং প্যান দিয়ে ওই হলুদ টাকে একটু চারকল এর মতন করে সেকে নিতে হবে, যাতে হলুদের রং টা চারকল এর মতন আসে, আর এর সাথে অলিভ অয়েল ১চামচ মিশিয়ে, এটা ভালো ভাবে মিক্সড করে নিতে হবে, তারপর এটা আমরা আমাদের সারা শরীরে লাগিয়ে, ১০ মিনিট রেখে তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, এটা প্রতিদিন ই করতে হবে, এটা ব্যবহারে আর একটা উপকার হবে, আর সেটা হলো যে আমাদের বডি tan থাকলে সেটা চলে যাবে, এটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। তাই এই বিউটি টিপস টা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আমার এই ঘরোয়া বিউটি টিপস, তাহলে অবশ্যই নিজেরা ঘরে একবার চেষ্টা করে দেখতে পারেন।
শীতের শুরুতে ত্বক সুন্দর রাখার কিছু ঘরোয়া টিপস….
More from GeneralMore posts in General »
- ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আসানসোলের পিঙ্কি ও রাহুলের উদ্যোগ….।
- ঔষধ প্রস্তুতকারী সংস্থা দাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ “স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স”…।
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
Be First to Comment