গোপাল দেবনাথ: কলকাতা, ২৯ ফেব্রুয়ারি ২০২০ বাংলা সিনেমার দর্শকরা বহুদিন পরে উপহার পেতে চলেছে সঙ্গীত ভিত্তিক সিনেমা “সেতারে ঝঙ্কার”। একদিকে যখন বাংলা সিনেমার ১০০ বছর পালন করার তোরজোড় চলছে তখন এমন একটি সিনেমা নিঃসন্দেহে ইঙ্গিতবাহক।
এই সিনেমাটির কাহিনী চিত্রনাট্য এবং পরিচালনা করছেন শিউলি রামানী প্রযোজনায় করছেন রাজীব গোলচা। এই সিনেমার গানের কণ্ঠ শিল্পীরা হলেন নচিকেতা, দেবাশীষ রায় ও আয়ুস।
সম্প্রতি “ও বন্ধু আমার”-১০০ দিন অতিক্রান্ত সিনেমাটি দেখে বাংলা সিনেমায় প্রযোজনার অনুপ্রেরণা।
জানালেন সিনেমাটির প্রযোজক রাজিব গোলচা। ডাইরেক্টর গিল্ডের সেক্রেটারি বিমল দে বাংলা ছবিতে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান প্রযোজককে।
সেইসাথে প্রার্থনা করেন যেন আগামী দিনে আরও অবাঙালি মানুষ বাংলা ছবিতে বিনিয়োগের পথে এগিয়ে আসেন।
এই সিনেমায় অভিনয় করছেন মাধবী মুখার্জি,ধীরু ব্যানার্জি, স্বস্তিকা রায়, চয়ন মুখার্জি, সঞ্চিতা রায়, কুমার অভিজিৎ, শুভম দাস।
আগামী এপ্রিল মাস থেকে এই সিনেমার নিয়মিত চিত্রগ্রহণ শুরু হবে বলে জানালেন বিশিস্ট পরিচালক শিউলি রামানী গোমস।
শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিমল দে, অশোক ভদ্র ,রাজিব গোলচা, দেবাশীষ রায় ,শুভম দাস ও বিবেক পাল।
Be First to Comment