গোপাল দেবনাথ
কলকাতার এক নামজাদা রেকর্ডিং স্টুডিও তে শান্তনু বসুর সঙ্গীত পরিচালনায় ‘আরও এক ছদ্মবেশী’ ছবির গান রেকর্ডিং হ’ল। শান্তনু বসুর সুরে ছবিতে একটি করে গান গাইলেন সঙ্গীত শিল্পী অনুপম রায়, ও অন্বেষা। প্রতিথযশা সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীর কন্ঠে এই ছবিতে গান শোনা যাবে । ওঁর কন্ঠে থাকছে একটি রবীন্দ্রসঙ্গীত। একটি বিশেষ গানে সঙ্গীত পরিচালক শান্তনু বসু ভরসা রেখেছেন সুদেষ্ণা গাঙ্গুলী, রায়ন রায়, শীর্ষা রক্ষিত, বনি বসু ও পৌলমী কবির মতন প্রতিভাদের উপর। এই ছবির রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাকী তিনটি গানের মধ্যে দুটি গান লিখেছেন অনির্বাণ মিশ্র ও আর একটি গান লিখেছেন মহুয়া মুখার্জী। ছবির গান মানুষের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী সঙ্গীত পরিচালক শান্তনু বসু।
নেহাল দত্ত-এর পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভম, পায়েল সরকার, হীরণ, শর্মিষ্ঠা আচার্য , লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, সুমিত গাঙ্গুলী, সুপ্রিয় দত্ত সহ বাংলা ছায়াছবির জগতের বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা ।
Be First to Comment