সায়ন দেবনাথ : কামারহাটি, ৩০ এপ্রিল, ২০২৪। শঙ্খমালা আয়োজিত আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হলো কামারহাটি নজরুল মঞ্চে। ৩৫ বছরের উদযাপনে বিশেষ অতিথিদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান এক কথায় ছিল জমজমাট। অনুষ্ঠান চললো রবিবার ২৮ এপ্রিল পর্যন্ত। আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা দেবশঙ্কর হালদার।
এছাড়াও ছিলেন বাচিক শিল্পী ব্রততী বন্দোপাধ্যায়, নরেশ নন্দী, মৌলি দাশগুপ্ত সহ বিশিষ্টরা। বিভিন্ন দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধা বন্দোপাধ্যায়, স্বপ্না দে, সৌমিত্র মিত্র, বাংলা নাটকের গানে সোহিনী সেনগুপ্ত, অম্বরিশ ভট্টাচার্য, প্রণতি ঠাকুর, সুদীপ্ত রায় শাশ্বতী দাশগুপ্ত। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দোহারের গান। শঙ্খমালার সদস্যদের আবৃত্তি ও মুগ্ধ করেছে দর্শকদের। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী ও শঙ্খমালার সম্পাদক সুমন্ত্র সেনগুপ্ত।
ছবি- সুবল সাহা
Be First to Comment